তথ্য-সম্প্রচার মন্ত্রকের উত্তরপূর্ব আঞ্চলিক সম্মেলন

পিএনসি, গুয়াহাটি।
বরাক তরঙ্গ, ১১ জুলাই : তথ্য-সম্প্রচার মন্ত্রকের উত্তর-পূর্ব আঞ্চলিক সম্মেলনের দ্বিতীয় দিনে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের (সিবিসি) ক্ষেত্রীয় ইউনিটগুলোর মাধ্যমে সরকারি প্রকল্প এবং কর্মসূচীর প্রচার কার্যসূচীগুলো তুলে ধরা হয়। সমাবেশে ভাষণ দিতে গিয়ে মন্ত্রকের উত্তর-পূর্বাঞ্চলের মহানির্দেশক কে সতীশ নাম্বুদিরিপাদ বলেন, সিবিসি-র উত্তরপূর্ব সম্মেলনের লক্ষ্য হল, পারষ্পরিক ভাবধারার বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়ার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা যা বিভিন্ন আঞ্চলিক  ইউনিটগুলিতে প্রচার ও জ্ঞাপন কর্মসূচির সুষ্ঠ পরিচালনা নিশ্চিত করবে। উত্তরপূর্বাঞ্চলে কর্মরত কেন্দ্রীয় যোগাযোগ ব্যুরোর ক্ষেত্র ইউনিটগুলির সমস্যা ও উদ্যোগগুলি তিনি পর্যালোচনা করেন।

তিনি আরও বলেন, উত্তরপূর্বাঞ্চল সম্পর্কিত বিষয়গুলি অবশ্যই জাতীয় ক্ষেত্রে তুলে ধরতে হবে। সম্মেলনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এর উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে কর্মরত  আধিকারিকদের নেতৃত্বে সরকারের কর্মকান্ড নিয়ে জন সচেতনতা প্রচার কর্মসূচীর উপর গুরুত্ব দিয়ে  আলোচনা করা হয়। সম্মেলনের  দ্বিতীয় দিনে উত্তরপূর্বাঞ্চলের আটটি রাজ্যের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের আধিকারিকরা তাঁদের নিজ নিজ জোনে প্রচার করার সময় যে সমস্ত সমস্যার সম্মুখীন হন তা তারা তুলে ধরেন।
প্রেস ইনফরমেশন ব্যুরোর নয়াদিল্লি কার্যালয়ের অতিরিক্ত মহানির্দেশক কৃপা শঙ্কর যাদব এবং উত্তরপূর্বাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক জেন নামচুও সম্মেলনে তাদের মতামত ব্যক্ত করেন।

Author

Spread the News