নয়জনকে ‘নর্থ ইস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান লায়ন্স ক্লাব অব শিলচর স্মাইলের

বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত সাহিত্য, সংস্কৃতি, শিল্পী, সমাজসেবা ইত্যাদি ক্ষেত্রে  বিশিষ্ট সেবাদানকারী নয় জন ব্যক্তিকে ‘নর্থ ইস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড -২০২৩’ সম্মাননা প্রদান করল লায়ন্স ক্লাব অব শিলচর স্মাইল। রংপুরের এক রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে ডিরেক্টর রেজি যোসেফ, সভানেত্রী তনুশ্রী দেব, সেক্রেটারী রাহুল, সৌমিত্র দত্ত, ত্রিবেণী চক্রবর্তী, শংকর চক্রবর্তী, অনুপ দত্ত, জয়জিৎ বিশ্বাস যথাক্রমে লেখক-সাহিত্যিক প্রোডিউসার দিবাকার নাথ, অনুবাদক ও লেখক ননী শহরিয়া বরা, মিসেস তারা, রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরে সভাপতি মূলচান্দ বৈদ, জাহ্নবী  চক্রবর্তী, শিল্পী প্রতিমা মণ্ডল,  মাস্টার সেফ অমিতাভ দত্ত, রনোক আগরওয়ালকে নর্থ ইস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড -২০২৩ অ্যাওয়ার্ড দিয়ে সংবর্ধনা জানান।

উল্লেখ্য, লায়ন্স ক্লাব অফ শিলচর স্মাইলসমাজের বিভিন্ন সেবামুলক কাজ করে আসছে ।লায়ন্স ক্লাব অফ শিলচর স্মাইল মানব সেবার মহান ব্রত নিয়ে বরাক উপত্যকার  অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। অতি অল্প সময়ে ক্লাবটি যাত্রা শুরু করে উল্লেখযোগ্য সংখ্যক মানবিক ও সেবামুলক কাজ করেছে। এদিন অনুষ্ঠানের অতিথিরা লায়ন্স ক্লাব অফ শিলচর স্মাইলের কর্মকর্তাদের প্রশংসা করেন

Author

Spread the News