অঙ্গনওয়াড়ি কর্মীদের অসহযোগ আন্দোলন চলছে কাছাড়েও

অঙ্গনওয়াড়ি কর্মীদের অসহযোগ আন্দোলন চলছে কাছাড়েও

বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : সারা অসমে অঙ্গনওয়াড়ি কর্মীরা দীর্ঘ দিনের অনাদায়ী দাবির পরিপ্রেক্ষিতে লাগাতার অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। এর অঙ্গ হিসেবে কাছাড়ের বিভিন্ন প্রজেক্টের কর্মীরা আন্দোলনে নামেন। জেলার প্রতিটি অঙ্গনওয়াড়ি প্রজেক্টের সামনে ধরনা ও বিক্ষোভ প্রদর্শন করেন।

সোমবার আন্দোলনে সিটুর সভাপতি ও সাধারণ সম্পাদক  সুপ্রিয় ভট্টাচার্য ও বিদ্যুত দেব উধারবন্দ প্রজেক্টে উপস্থিত হয়ে আন্দোলনের সমর্থনে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ইদানিং সরকারের প্রতিনিধিদের ও বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে নেতৃত্বের আলোচনায় দাবিগুলি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করা হয়নি। বর্তমান বাজেটে এব্যাপারে কোনও উল্লেখ যোগ্য পদক্ষেপ গ্রহন করা হয়নি। তাই বাধ্য হয়েই পুনরায় অসহযোগ আন্দোলনে যেতে কর্মীরা বাধ্য হয়েছেন। দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে বলে কর্মীরা হুঁশিয়ারি দেন।

Author

Spread the News