উত্তর ত্রিপুরার জেলা পরিষদের ১৭ জন বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বরাক তরঙ্গ, ১৬ জুলাই : উত্তর ত্রিপুরার জেলার জেলা পরিষদের বিজেপি প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন। জেলাশাসক সমাহর্তা দেবপ্রিয় বর্ধনের হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রার্থীরা। মঙ্গলবার প্রথমে পদ্মপুরের দলীয় জেলা কার্যালয় থেকে কর্মী সমর্থকদের সুবিশাল র‍্যালির মাধ্যমে জেলাশাসকের কার্যালয়ে এসে মিলিত হন জেলা পরিষদের সতেরো জন প্রার্থীরা।

এদিনের র‍্যালিতে পা মেলান ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, পানিসাগরের বিধায়ক বিনয়ভূষন দাস, জেলা সভাপতি কাজল দাস সহ অন্যান্যরা। বিশেষ করে এদিন জেলা পরিষদের দুই নং আসনের প্রার্থী মামনি রায় হাজার কর্মী সমর্থকদের নিয়ে জেলাশাসকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থী মামনি রায় গত পাঁচ বছর জেলা পরিষদের সদস্যা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে বর্তমানে তিনি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন।

এদিকে মামনি রায় বলেন, বিগত পাঁচ বছর তিনি মানুষের সেবা করার সুযোগ পেয়েছেন। তাই স্থানীয় জনগণ সহ দলের পক্ষ থেকে পুনরায় তাঁকে মনোনীত করা হয়েছে।তাই এবারও তিনি জনগণের আশীর্বাদে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী। সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন তিনি।তিনি বলেন, কদমতলা ব্লকাধীন চুরাইবাড়ি, কদমতলা, কালাগাঙ্গের পার ও বাঘন গ্রাম পঞ্চায়েত নিয়ে তাঁর দুই নং আসন। অপরদিকে এদিন কংগ্রেস এবং নির্দল থেকেও বেশ কয়েকজন জেলা পরিষদের প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

Author

Spread the News