মোদির মতামত ছাড়া আন্তর্জাতিক স্তরে কোনও সিদ্ধান্ত হয় না : নীহাররঞ্জন

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবল নেতৃত্বে ভারতবর্ষ বিশ্বকে পথ দেখাচ্ছে। বিশ্বের তাবড় তাবড় নেতারা নরেন্দ্র মোদিকে সমীহ করেন, আর নরেন্দ্র মোদির মতামত ছাড়া আজকাল আন্তর্জাতিক স্তরে কোন সিদ্ধান্ত হয় না। এটাই পরিবর্তনশীল ভারত। নরেন্দ্র মোদিই হচ্ছেন আধুনিক ভারতের রূপকার। সোমবার শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপমেন্ট বোর্ডের উদ্যোগে ও বিজেপি তাপাং মণ্ডলের সহযোগিতায় সাহাপুরে আয়োজিত এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালায় অংশগ্রহণ করে কথা গুলো বলেন বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নীহাররঞ্জন দাস। 

বিজেপি তাপাং মণ্ডলের কর্মকর্তা স্বপন শুক্লবৈদ্যের পৌরহিত্যে আয়োজিত কর্মশালায় কংগ্রেসকেও এক হাত নেন তিনি। বলেন, বাবর-ঔরঙ্গজেবের চিন্তাধারায় চলছে কংগ্রেস। দেশে বিভাজনের রাজনীতি করে সমাজকে বিভ্রান্ত করা এদের পুরানো কালচার বলে মন্তব্য করেন নীহারবাবু। 

তাপাংয়ের সাহাপুরে এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা______

এদিনের সভায় কংগ্রেসের অপশাসন ও বিজেপি সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন নীহাররঞ্জন দাস। তিনি বলেন, কংগ্রেসের সত্তর বছরের শাসনে দেশে যে উন্নয়ন হয়েছে তার তুলনায় বিগত নয় বছরে বিজেপির শাসনকালে তার চেয়েও অনেক বেশি উন্নয়ন হয়েছে। দেশের মানুষ সত্তর বছরের জাতপাতের রাজনীতি থেকে বেরিয়ে এসে উন্নয়নের স্বার্থে নরেন্দ্র মোদির উপর ভরসা রেখে ২০১৪ সালে কেন্দ্রে বিজেপির সরকারকে ক্ষমতাসীন করার সংকল্প গ্রহণ করেছিলেন বলেই আজকের দিনে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। উন্নয়নকে প্রাধান্য দিয়ে বর্তমান সরকার সব জাতি জনগোষ্ঠীর সমউন্নয়নে কাজ করছে বলে দাবি করেন নীহারবাবু।

তিনি বলেন, রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর সমাজের পিছিয়ে পড়া তপশীলি সমাজের উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তপশিলিদের আর্থ সামাজিক বিকাশ ত্বরান্বিত করতে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান নীহার। তিনি বলেন আমাদের বোর্ড গঠনের পর এসসি সম্প্রদায়ের লোকদের সহজে জাতির প্রমাণপত্র প্রদানের জন্য কাছাড়ের প্রতিটি অঞ্চলে সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছিলাম এবং এই কর্মসূচীর অধীনে এটা ছিল ৪১তম কর্মশালা। এদিন প্রায় তিন শতাধিক লোককে সার্টিফিকেটের জন্য সুপারিশ করেন বোর্ডের চেয়ারম্যান নীহাররঞ্জন দাস। 

Author

Spread the News