সভায় মতানৈক্য, সতীর্থের গুলিতে হত এনএনসির ক্যাডার

বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : অসম-মণিপুর সীমান্তের জিরিঘাট থানা এলাকার প্রত‍্যন্ত নমদাইলং রংমাই পুঞ্জিতে আয়োজিত সভায় জঙ্গিগোষ্ঠি এনএনসির মতানৈক্য়ের জেরে এক ক্যাডারের গুলিতে মৃত্যু ঘটল আরেক ক্যাডারের। সভা চলাকালীন বন্দুকধারীর ওই ক্যাডারের আক্রমণে মৃত্যু হয় গাইদিংচুংপাউ রংমাই (৫০) ওরফে চেলা রংমাই নামে ক্যাডারের। এ ঘটনায় আহত হয়েছেন কানলুন গাই, (৬০) বরও একজন। তারা এই পুঞ্জির বাসিন্দা। মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ এই ঘটনা সংঘটিত হয়েছে। আগেও এই পুঞ্জিতে এরকম অনেক ঘটনা সংঘটিত হয়েছে।

কাছাড় জেলার পুলিশ সুপার নুমুল মহাতো জানান, মঙ্গলবার দুপুরে দু’টা নাগাদ নমদাইলং পুঞ্জির একটি চার্চে তাদের মধ্যে একটি সভা চলছিল। এই সভা চলাকালীন মনোমালিন্য থেকে এক যুবক গুলি চালনা শুরু করে। গুলিতে মৃত্যু ঘটে গাইদিংচুংপাউ রংমাইর। এবং আহত হয়ে জিরিবাম হাসপাতালে কানলুন গাই নামের ব‍্যক্তি চিকিৎসাধীন বলে জানা যায়। পুলিশ সুপার আরও বলেন, বন্দুকের গুলিতে নিহত ব‍্যক্তি এনএনসি দলের সক্রিয় সদস্য। সে অসম, মণিপুর, নাগাল‍্যান্ড রাজ‍্যের দায়িত্বে থাকা কর্তা। তার মূল বাড়ি মণিপুর রাজ‍্যে হলেও নমদাইলংয়ে বিয়ে করে এখানে বসতি করছে। গত ২৯ নভেম্বর কোহিমা থেকে এখানে এসেছে। গোটা ঘটনার তদন্ত করতে জিরিবামের পুলিশ সুপারও জিরিঘাটে এসে কাছাড় পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ঠিক কী কারনে গুলি চালনার ঘটনা সংঘটিত হয়েছে এনিয়ে ডিজিপির নির্দেশ এবং পরামর্শে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার নুমুল মাহাতো।
প্রতিবেদক : কেএইচ লস্কর, লক্ষীপুর।

Author

Spread the News