২০ নভেম্বর : দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা। বৃহস্পতিবার নীতীশকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শপথগ্রহণের পর মঞ্চে নীতীশকে শুভেচ্ছা জানান মোদি।
অন্যান্য মন্ত্রীরা হলেন বিজয় কুমার চৌধরী, বিজেন্দ্র কুমার যাদব, শ্রাবণ কুমার, মঙ্গল পান্ডে, দিলীপ কুমার জয়সওয়াল, লেশি সিং, অশোক চৌধুরী, মদন সাহনি, নীতিন নবীন, রাম কৃপাল যাদব, সন্তোষ কুমার সুমন, সুনীল কুমার, মহম্মদ জামা খান, সঞ্জয় সিং টাইগার, অরুণ শঙ্কর প্রসাদ, সুরেন্দ্র মেহতা, নারায়ণ প্রসাদ, রামা নিশাদ, লক্ষেন্দ্র কুমার রোশন, শ্রেয়শী সিং, প্রমোদ কুমার, সঞ্জয় কুমার, সঞ্জয় কুমার সিং, এবং দীপক প্রকাশ।
বিধান পরিষদের সদস্য হওয়ায় বিধানসভায় NDA-কে নেতৃত্ব দেবেন সম্রাট চৌধরী।


