সাত দাবিতে এনআইটি শিলচর এর অস্থায়ী কর্মীদের অনশন
বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : সাত দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন এনআইটি শিলচর এর অস্থায়ী কর্মীরা। দীর্ঘ বছর থেকে কাজ করে আসা অস্থায়ী কর্মীরা চাকরি স্থায়ীকরণ, স্থানীয় যুবক যুবতীদের নিযুক্তি সহ সাত দফা দাবি নিয়ে মঙ্গলবার সকাল থেকে অনশনে বসলেন শিলচর এনআইটির অস্থায়ী কর্মীরা। এনআইটির প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেন। অস্থায়ী কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন এনআইটির চত্বর।
এনআইটির কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেন। এও বলেন, নিযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে এনআইটির কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বজনপোষণ করছে। শীঘ্রই তাদের দাবি পূরণ না হলে অনশন থাকবে বলে হুঙ্কার দেন এনআইটির অস্থায়ী কর্মীরা।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।