শুধু মন্দির পুনরুদ্ধার নয়, মোঘলদের অত্যাচারে ধর্মান্তরিতদের ফিরিয়ে আনতে হবে : নীহাররঞ্জন  

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : শুধু মন্দির পুনরুদ্ধার নয় মোঘলদের অত্যাচারে ধর্মান্তরিতদের হিন্দুধর্মে ফিরিয়ে আনার জোরালো দাবি জানালেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নীহাররঞ্জন দাস। দীর্ঘ ৫০০ বছর পর অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার ফলে সমগ্র দেশে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে পারায় একজন সনাতনী হিসাবে তিনিও গর্বিত বলে মন্তব্য করেন। সোমবার ২২ জানুয়ারি রামমন্দির প্রাণ প্রতিষ্ঠার পূণ্য লগ্নে দুধপাতিল বাঘমারা খেলার মাঠে আয়োজিত শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উৎসবে যোগদান করে এই মন্তব্য করেন তিনি। 

এদিন নীহারবাবু জানান, সমগ্র ভারতবর্ষের সঙ্গে এখানেও মানুষের মধ্যে উচ্ছাস পরিলক্ষিত হচ্ছে কারণ সুদীর্ঘ পাঁচশ বছর প্রতীক্ষার পর আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বলেন আমরা শুধু একটি মন্দির প্রতিষ্ঠা করছি না, হিন্দু সংস্কৃতিকে উদ্ধার করেছি। আমাদের সবাইকে আজকের দিনে প্রতিজ্ঞা নিতে হবে শুধু মন্দির পুনরুদ্ধার নয় মোঘলদের অত্যাচারে যে সমস্ত গরীব হিন্দুদের মুসলিম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে তাদেরকে বুঝিয়ে আবার সনাতন ধর্মে ফিরিয়ে আনতে হবে, মন্তব্য নীহাররঞ্জন দাসের। 

উল্লেখ্য, এদিন দুধপাতিল বাঘমারা খেলার মাঠ ছাড়াও কাছাড় জেলার বিভিন্ন স্থানে রামপূজা তথা যজ্ঞানুষ্ঠানে নীহারবাবুর সঙ্গে আইনজীবী উজ্জ্বল কান্তিদাস লস্কর ও সমাজকর্মী কমলেশ দাশ উপস্থিত ছিলেন। 

Author

Spread the News