মোঘলদের অত্যাচারে তপশিলিরা একসময় ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য হয়েছে : নীহাররঞ্জন
বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : মোঘলদের অত্যাচারে একসময় তপশিলিরা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পরও কংগ্রেস শাসনে তপশিলি সমাজ সর্বদাই শোষিত, লাঞ্ছিত তথা বঞ্চিত হয়েছে সর্বক্ষেত্রেই। কিন্তু নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বারের মত মনে হয়েছে ভারতবর্ষে প্রকৃতার্থে জনগণের সরকার এসেছে। মঙ্গলবার শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপমেন্ট বোর্ডের উদ্যোগে ও বিজেপি অনুসূচিত জাতি মোর্চা উধারবন্দ মণ্ডল কমিটির ব্যবস্থাপণায় উধারবন্দ কেন্দ্রের কুম্ভীরগ্রাম চাবাগানে আয়োজিত এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালায় অংশগ্রহণ করে এই মন্তব্য করেন এসসি ডেভেলাপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নীহাররঞ্জন দাস।
কুম্ভীরগ্রাম চা-বাগানে এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা____
বিজেপি অনুসূচিত জাতি মোর্চার উধারবন্দ মণ্ডল কমিটির সভানেত্রী জলি মালাকারের পৌরহিত্যে আয়োজিত এদিনের কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে নীহাররঞ্জন দাস বলেন বর্তমান সরকার সমাজের অবহেলিত, শোষিত, লাঞ্ছিত তথা বঞ্চিতদের সমাজের মূল শ্রোতে নিয়ে আসা এবং তাদের প্রাপ্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছে, বিশেষ করে তপশীলিদের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার। ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্রই হচ্ছে সমাজের শেষ পংক্তির মানুষকে সামনে নিয়ে আসা আর এই উদ্দেশ্যকে সামনে রেখে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে। এদিন নীহাররঞ্জন দাস বিজেপি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, দেশের আশি কোটি মানুষকে আগামী পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন প্রদানের কথা ঘোষণা, দরিদ্র সীমারেখার নীচে বসবাসকারী প্রতিজন লোকের জন্য প্রধানমন্ত্রী আবাস গৃহ নির্মাণ, সরকারী বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি হিতাধিকারীদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয়জলের সুব্যবস্থা সহ জনগণের মৌলিক চাহিদা পূরণ করছে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকার।
নীহারবাবু বলেন, বিজেপি সরকার সকল শ্রেণীর মানুষের সমউন্নয়নে কাজ করছে এবং ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত করার লক্ষ্যে দিনরাত একাকার করে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সর্বাবস্থায় বিজেপির পাশে থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, একমাত্র বিজেপির দ্বারাই বিকাশ সম্ভব অন্যথায় নয়। নীহার বাবু তপশীলিদের সরকার কর্তৃক বরাদ্দ প্রকল্পের সুবিধা গ্রহণ করতে অনতিবিলম্বে জাতির প্রমাণ পত্র তৈরির করার আহ্বান জানান এবং এক্ষেত্রে বোর্ড পূর্ণ সহযোগিতা করবে বলে জনগণকে আশ্বস্ত করেন। তিনি বলেন আজ এনিয়ে এটা ছিল শিলচর এসসি বোর্ডের ৪৩ নম্বর কর্মশালা।
উল্লেখ্য, এদিনের কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপমেন্ট বোর্ডের সদস্য মনমোহন রবিদাস, বিজেপি উধারবন্দ মণ্ডল সম্পাদক সুমন রবিদাস, বাগান পঞ্চায়েত লাড্ডু রবিদাস প্রমুখ।