আমড়াঘাটে সদভাবনা মণ্ডপের শিলান্যাস নীহাররঞ্জনের

বরাক তরঙ্গ, ৮ জানুয়ারি : পূর্ব ধলাইর আমড়াঘাটে সদভাবনা মণ্ডপের শিলান্যাস করলেন ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস। বুধবার প্রায় দুই কোটি টাকার ভবন নির্মাণের ফলক উন্মোচন ও শিলান্যাস করে আনুষ্ঠানিক ভাবে সদভাবনা মণ্ডপ নির্মাণ কাজের সূচনা করেন বিধায়ক।

এ উপলক্ষে বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাশের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিধায়ক নীহাররঞ্জন দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি সোমেন দাশ, অপূর্ব দাশ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন দর্মিখাল জিপি সভাপতি সীমা রায়, জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, দীপক রায়, শৈলেন্দ্রচন্দ্র দাশ, কৃপেশ পাল প্রমুখ।

আমড়াঘাটে সদভাবনা মণ্ডপের শিলান্যাস নীহাররঞ্জনের

Author

Spread the News