জফরগড় স্কুলের উন্নয়ন দেখে চমকে গেলেন এক্সটার্নাল ইভালিউয়েটার

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৮ জানুয়ারি : বারইগ্রামের জফরগড় হায়ার সেকেন্ডারি স্কুলের উন্নয়ন দেখে চমকে গেলেন এক্সটার্নাল ইভালিউয়েটার ভার্গবকিশোর দাস। তিনি বলেন, আমরা এক কথায় বলতে পারবো রাজ্য সরকার যে উদ্যেশে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সেই অনুসারে যথেষ্ট সফল আসছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলইচ্ছে শক্তি থাকলে সব কাজে সফল হওয়া যায়। ছাত্রছাত্রীদের লেখা পড়ার পাশাপাশি অন্যান্য কাজে যে ভাবে নিজেদের প্রতিভা বিকাশে এগিয়ে এসেছে তা তাদের কাজে প্রমাণ করে। ভার্গব কিশোর দাস বলেন, ‘বিদ্যালয়ে প্রবেশ করার পর থেকে শেষ পর্যন্ত একের পর এক চমক দেখলাম’। ছাত্রছাত্রীদের সংস্কার, শিক্ষা, শিল্প সংস্কৃতি এবং হাতের বিদ্যা সব কিছুতে চমক দেখালো। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আনুপাতিক শিক্ষকের সংখ্যা অনেক কম। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করছে।অপর আরেকজন এক্সটার্নাল ইভালিউয়েটার বিকুল বৈশ্য বলেন, আমরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সব সুবিধা থাকার পরও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ঝুঁকি নেই। তবে বারইগ্রাম জফরগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আধুনিক যুক্ত উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের প্রতিভা দেখলে সবাই চমকে যাবেন। প্রাক্তন শিক্ষা মন্ত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে রাজ্যের সেরা শিক্ষা প্রতিষ্ঠান করতে যে উদ্যাগ নিয়েছেন তার মধ্যে বারইগ্রাম জফরগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
এবারের গুণোৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় বারইগ্রামে। সরকার নির্ধারিত  এক্সটার্নাল ইভালিউটার ভার্গবকিশোর দাস ও বিকুল বৈশ্য যথাসময়ে স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত মর্নিং এসেম্বলিতে শামিল হন। তারপর ছাত্র ছাত্রীদের প্রতিটি কাজদেখে প্রশংসা করেন।

তাঁরা  স্কুলের সব নথিপত্র ও স্কুল ঘুরে ঘুরে সার্বিক উন্নতি দেখার পাশাপাশি স্কুল পরিচালন কমিটি ও মাতৃগুটের স্কুল পরিচালনা দেখে সন্তোষ প্রকাশ করে প্রকাশ করেন। বিশেষ করে সরকারি
নির্দেশে গঠিত প্রাক্তন ছাত্র ছাত্রীদের “অ্যালুমনি কমিটির কাজে প্রশংসায় পঞ্চমুখ দুই ইভালিউটার। তারা ওই স্কুলের উওরোওর শ্রীবৃদ্ধি কামনা করেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ করে শিক্ষকের সংখ্যা বৃদ্ধি করার জন্য সরকারকে অনুরোধ জানাবেন।  এদিন শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দু’জন ইভালিউটার ভার্গব কিশোর দাস ও বিকুল বৈশ্যকে
শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাত্র ছাত্রীরা উত্তরীয় ও স্মারক দিয়ে বরণ করে। অনুরূপ ভাবে অ্যালুমনি কমিটির পক্ষ থেকে দুজনকে উত্তরীয় ও স্বামী বিবেকানন্দের পুস্তক উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

জফরগড় স্কুলের উন্নয়ন দেখে চমকে গেলেন এক্সটার্নাল ইভালিউয়েটার

কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি কামাল উদ্দিন, প্রবাল দাস, আফতাব উদ্দিন আহমেদ, কনভেনর অরূপ রায়, রফিকুল হক, অজিত দাস, বাহারুল ইসলাম, ভিকি পাল, রূপক দাস, শামিম আহমেদ বাবুল প্রমুখ। স্কুল পরিচালন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুফিয়ান আহমেদ। সব শেষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল ইসলাম তার বক্তব্যে বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করতে প্রতিজন শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রীদের সঙ্গে অভিবাবকদের ও স্কুল পরিচালন কমিটির এবং প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংস্থা “অ্যালুমনি কমিটির সদস্যরা যে ভাবে সহয়গিতায় এগিয়ে এসেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের জন্য।

Author

Spread the News