সিরিয়ায় সেনা-বিদ্রোহী যোদ্ধাদের সংঘর্ষ, নিহত প্রায় ১০০
৩০ নভেম্বর : সিরিয়ার উত্তর আলেপ্পো প্রদেশে সেনা ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছে। সংঘর্ষে সশস্ত্র গোষ্ঠী হায়েত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের মিত্র বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন অন্তত ১০টি এলাকা দখল করে নিয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) বরাত দিয়ে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, উত্তর-পশ্চিম সিরিয়ার একটি বৃহৎ এলাকা নিয়ন্ত্রণকারী এইচটিএস গতকাল বুধবার অভিযান চালানোর পর সংঘর্ষে প্রায় ১০০ যোদ্ধা ও সেনা নিহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) সঙ্গে কাজ করা কর্মীরা জানান, এইচটিএসের ৪৪ জন সদস্য এবং মিত্র সশস্ত্র গোষ্ঠীর ১৬ জন সদস্য নিহত হয়েছেন। এ ছাড়াও বিভিন্ন পদমর্যাদার কমপক্ষে চার কর্মকর্তাসহ (সিরিয়ান) শাসক বাহিনীর ৩৭ জন সদস্য নিহত হয়েছেন। শাসক বাহিনীর পাঁচ সদস্যকে বন্দি করা হয়েছে। অস্ত্রের ভাণ্ডার, সাঁজোয়া যান, মেশিনারিজ এবং ভারী অস্ত্রও দখলে নেয়া হয়েছে। মনিটরিং গ্রুপটি আরো বলেছে, সংঘর্ষে শিশুসহ বেসামরিক লোকজন নিহত ও আহত হয়েছে। সংঘর্ষের সময় সিরিয়ার সেনাবাহিনী শত শত শেল ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।