বিজেপিতে ভিড়লেন ছোটজালেঙ্গার বহু কংগ্রেসি, স্বাগত জানালেন নীহার

বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : বিজেপিতে যোগদান করলেন ধলাই কেন্দ্রের ছোটজালেঙ্গা চা-বাগানের ১৭ জন কংগ্রেস কর্মী। রবিবার ছোটজালেঙ্গা বাগান নাচঘরে বিজেপি বড়জালেঙ্গা মণ্ডল আয়োজিত ‘আত্মনির্ভর ভারত সংকল্প যাত্রা’-র কর্মশালায় কংগ্রেস কর্মীরা তাদের দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যোগদানকারীদের মধ্যে ছিলেন মঙ্গল রিকিয়াসন, লীলাবতি রিকিয়াসন, চাম্পালাল রিকিয়াসন, শান্তি রিকিয়াসন, ময়না রিকিয়াসন, সুনীলাল রিকিয়াসন, দেবু লোহার, লিপিকা রানী তন্তুবাই, শ্যামলা তাঁতি, শুক্লা তাঁতি ও দিলু তাঁতি ।

এদিন নবাগতদের বিজেপিতে স্বাগত জানান ধলাই  বিধায়ক নীহার রঞ্জন দাস, ধলাই বিজেপির সহ-প্রভারী রাহুল ভট্টাচার্য, বিজেপি বড়জালেঙ্গা মণ্ডল সভাপতি অজয় দেব, দুই সাধারণ সম্পাদক সুপায়ন চৌধুরী ও সুদীপ কুমার, আইরংমারা সোনাছড়া জিলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি, ধোয়ারবন্দ জিপি সভানেত্রী মায়ারানী নুনিয়া, বড়জালেঙ্গা মণ্ডল আত্মনির্ভর ভারত সংকল্প কমিটির সদস্য ডলি চৌধুরী ও শ্যামল চাষা সহ অন্যান্যরা।

নিজের বক্তব্যে বিধায়ক নীহাররঞ্জন দাস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মূখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে আকৃষ্ট ভারতবর্ষের প্রতিজন নাগরিক। তিনি বলেন, শুধু ধলাইতে নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এভাবেই বিজেপিতে যোগদান প্রক্রিয়া চলছে কারণ সাধারণ মানুষ সরকারের কাজে অনেক খুশি। দক্ষিণ ভারতের কেরালায় বিজেপি দলের যে উত্থান আমরা দেখতে পারছি নিঃসন্দেহে তা আগামীদিনে ভারতীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে।

বিজেপি বড়জালেঙ্গা মণ্ডল সভাপতি অজয় দেব বলেন নবাগতদের বিজেপিতে যোগদানে এই অঞ্চলে দল আরও শক্তিশালী হলো। ভারতীয় জনতা পার্টিকে আরও শক্তিশালী করে তুলতে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য নবাগতদের প্রতি আহ্বান জানান অজয় দেব। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *