বরাক সেবা কেন্দ্র নামে এনজিও গঠন শ্রীকোনায়
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : বরাক সেবা কেন্দ্র, শ্রীকোনা নামে একটি এনজিও এর আত্মপ্রকাশ হল। রবিবার পরমেশ শুক্লাদাসের সভাপতিত্বে শ্রীকোনাতে সমাজসেবামূলক কাজের উদ্দেশে একটি এনজিও গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্ত্যব্য রাখেন বিকাশ বৈষ্ণব, পরমেশ শুক্লাদাস, আজিম আহমেদ বড়লস্কর, সুভাষ দেব, সৌরভ চক্রবর্তী, পিঙ্কু দেব ও তাপস রায়। বক্তারা বলেন, বর্তমান অস্থির পরিস্থিতিতে নতুন প্রজন্ম বিপথে পরিচালিত হচ্ছে। প্রতিনিয়ত সামাজিক সাংস্কৃতিক পরিবেশের অবনতি হচ্ছে। বেশিরভাগ মানুষ ব্যক্তিত্রান্ত্রিক চিন্তা ধারার দিকে ধাবিত হচ্ছেন। এই পরিস্থিতিতে সভায় সর্বসম্মতি ক্রমে ‘বরাক সেবা কেন্দ্র’ শ্রীকোনা নামে একটি এনজিও গঠন করা হয়। সভা থেকে বিকাশ বৈষ্ণবকে সম্পাদক ও সুভাষ দেবকে সহসম্পাদক এবং আজিম আহমেদ বড়লস্করকে সভাপতি ও সৌরভ চক্রবর্তীকে সহসভাপতি ও পরমেশ শুক্লাদাসকে কোষাধক্ষ্য মনোনীত করে নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।