জেউতি কলিতার অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার আশ্বাস এনজিও

বরাক তরঙ্গ, ১০ মে : এবার কণিকা শর্মার সংস্থাপন নিয়ে সরব হল আশ্বাস এনজিও। শুক্রবার কণিকা মাতার সংস্থাপন অতিসত্তর করার দাবি জানিয়ে জেলা কমিশনারের দ্বারস্থ হন এনজিও-র কর্মকরতারা। তাঁরা জেলা কমিশনারের হাতে এক স্মারকপত্র তুলে দেওয়া হয়। তাঁরা বলেন, বিগত কিছুদিন থেকে সামাজিক মাধ্যমে ও পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ঘটনাটি শহরের আনাচে কানাচে আলোচনা হচ্ছে। প্রায় সবারই একই কথা ৮৪ ঊর্ধ্ব মহিলা নিজের ঘর-বাড়ি সবকিছু দান করেও কেনো জীবনের শেষ মুহূর্তে বাড়ি ছাড়া হয়েছেন এটা কেও মেনে নিতে পারছেন না।

প্রজাপিতা ব্রহ্মাকুমারির বেহেনজি জেউতি কলিতার অমানবিক ও অধর্ম কর্মকাণ্ডের সুবিচার পান কণিকা মাতা তাই “আশ্বাস” সামাজিক সংস্থাও সোচ্চার হয়েছে বলে জানান সংস্থার সভানেত্রী অলকা দেব ও সম্পাদিকা অরুন্ধতি গুপ্ত। তাঁরা অত্যন্ত আক্ষেপের সুরে বলেন, এটা সভ্য সমাজের দায়িত্ব তাঁর পাশে দাঁড়ানো, কিন্তু সবাই দূর থেকে সমর্থন করলেও এগিয়ে আসছেন না। শান্তির শহর একদিন জঙ্গল রাজে পরিবর্তন হবে সেদিন কে কাকে দেখবেন তাই অগ্রিম এইসব বিষয়ে সবাই মিলে সোচ্চার হওয়া উচিৎ। সবশেষে তাঁরা বাঙালি নবনির্মাণ সেনাকে ধন্যবাদ জানিয়েছেন এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য।

জেউতি কলিতার অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার আশ্বাস এনজিও
Spread the News
error: Content is protected !!