৭ দিনের ভেতর অপহৃত ছয়জনকে উদ্ধারের দাবি মনিপুরী ছাত্র সংস্থার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : জিরিবামে অপহৃত ৩ শিশু ও ৩ জন মৈতেই মহিলাকে ৭ দিনের ভেতর উদ্ধারের দাবি জানালো অল আসাম মনিপুরী ছাত্র সংস্থার কর্মকর্তারা।  অস্ত্রধারী কুকি জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হলে অশান্তি ছড়াতে পারে পার্শ্ববর্তী কাছাড়ের বলে করা ভাষায় হুঁশিয়ারি দিলেন অল আসাম মণিপুরী ইয়ুথস অ্য়াসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা কুন্দল সিং।

৭ দিনের ভেতর অপহৃত ছয়জনকে উদ্ধারের দাবি মনিপুরী ছাত্র সংস্থার

শুক্রবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে জঙ্গিদের হিংসাত্মক কার্যকলাপ রোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। অন্যতায় কাছাড়ের মণিপুরী সম্প্রদায়ের যুবারা আর ঘরে বসে থাকবে না সাফ জানান তিনি। কুকি জঙ্গিদের জিরিঘাট সংলগ্ন মার সম্প্রদায়ের বাসিন্দারা আশ্রয় দিচ্ছে বলে সন্ধেহের সুরে জানান তিনি। তাছাড়াও মণিপুরের হিংসাত্মক পরিস্থিতি অব্যাহত রাখতে পরোক্ষ ইন্ধন যোগাচ্ছেন মিজোরামের মূখ্যমন্ত্রী বলে অভিযোগের তোপ দাগেন কুন্দল। হিংসাত্মক পরিস্থিতি মণিপুরে অব্যাহত থাকলে কাছাড়ে ভয়াবহ গণতান্ত্রিক আন্দোলন করে উত্তাল প্রতিবাদে নামা হবে বলে সাফ জানান অল আসাম মণিপুরী ইয়ুথস অ্য়াসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা কুন্দল।

৭ দিনের ভেতর অপহৃত ছয়জনকে উদ্ধারের দাবি মনিপুরী ছাত্র সংস্থার

Author

Spread the News