বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : ত্রিপুরার ধর্মনগরের বিশিষ্ট সমাজকর্মী, সুপরিচিত ব্যবসায়ী ও দুইবারের নির্বাচিত পঞ্চায়েত প্রধান ক্ষীতিশচন্দ্র নন্দীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছে শিলচরের স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা। নেতাজি ছাত্র যুব সংস্থার প্রতিনিধিদল প্রয়াত ক্ষীতিশচন্দ্র নন্দীর ধর্মনগরস্থ বাসভবনে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক দিলু দাস, সহ-সভাপতি ননী গোপাল দেব এবং প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদিকা সুতপা কর প্রয়াতের পুত্রের হাতে সংস্থার পক্ষ থেকে শোকবার্তা ও শ্রদ্ধাঞ্জলিপত্র তুলে দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি পত্রে উল্লেখ করা হয়, ক্ষীতিশচন্দ্র নন্দী সমাজসেবা ও ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। দুই বারের পঞ্চায়েত প্রধান হিসেবে তিনি এলাকার উন্নয়ন, জনস্বার্থ রক্ষা ও সামাজিক ঐক্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর সৌজন্য, সহানুভূতিশীল মনোভাব এবং নিঃস্বার্থ সহযোগিতার মানসিকতা সর্বস্তরের মানুষের হৃদয়ে তাঁকে বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল। সমাজের নানা সংকটে তিনি ছিলেন এক নির্ভরযোগ্য অভিভাবক ও আশ্রয়স্থল।
সাধারণ সম্পাদক দিলু দাস বলেন, “ক্ষীতিশ চন্দ্র নন্দীর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন মানবিক, সদালাপী ও সমাজদরদি মানুষ। তাঁর মতো ব্যক্তিত্বের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
উল্লেখ্য, প্রয়াত ক্ষীতিশচন্দ্র নন্দী তিন পুত্র ও দুই কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর পুত্র কেবল কান্তি নন্দী, কৌশিক নন্দী ও কমল কান্তি নন্দী ধর্মনগরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সুপরিচিত।



