শোভাযাত্রা, আলোচনায় জন্মজয়ন্তী পালন নেতাজি চর্চা সমিতির

শোভাযাত্রা, আলোচনায় জন্মজয়ন্তী পালন নেতাজি চর্চা সমিতির

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মদিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে নেতাজি চর্চা সমিতি, কাছাড়। মঙ্গলবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে নেতাজি মুর্তির পাদদেশ পর্যন্ত শোভাযাত্রায় সংগঠনের আহ্বানে সামিল হয় ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর কিশোরী সংগঠন কমসোমল। শোভাযাত্রার শুরুতে বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক সুব্রতচন্দ্র নাথ। তিনি বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তা চেতনাকে ছাত্র যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সারা বছর এই মহান সেনানী সহ স্বাধীনতা আন্দোলনের মনীষীদের জীবন ও সংগ্রাম ইতিহাস চর্চার উদ্দেশ্যে এই সমিতি কাজ করে যাচ্ছে।

তিনি এও বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন তা আজও অপূরিত। নেতাজির স্বপ্নের ভারতবর্ষে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, গোড়ামীর কোন স্থান ছিল না। তিনি চেয়েছিলেন সাম্রাজ্যবাদের অবসান ঘটিয়ে সাম্যের ভিত্তিতে একটি শোষণহীন ভারতবর্ষ গড়ে তোলার। কিন্তু আজ গোটা দেশের সম্পদ মুষ্টিমেয় পুঁজিপতিরা কুক্ষিগত করে রেখেছে। গণতন্ত্রকে ধ্বংস করে ফ্যাসিবাদী ধারণার প্রচার ও প্রসার চলছে। ফলে জনগণের মধ্যে ছড়িয়ে পড়ছে বিভেদের মানসিকতা যা নেতাজির চিন্তার সম্পূর্ণ বিপরীত। তিনি সবাইকে নেতাজির জীবন ও সংগ্রাম গভীর ভাবে চর্চা করার আহ্বান জানান।

শোভাযাত্রা, আলোচনায় জন্মজয়ন্তী পালন নেতাজি চর্চা সমিতির

সমিতির পক্ষ থেকে আয়োজিত শোভাযাত্রা রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তির পাদদেশে উপস্থিত হলে সেখানে মাল্যদান করেন সংগঠনের সহ সভাপতি সিহাব উদ্দিন আহমেদ, অধ্যাপক অজয় রায়, হিল্লোল ভট্টাচার্য, ভবতোষ চক্রবর্তী, চাম্পালাল দাস, দিলীপ নাথ, খাদেজা বেগম লস্কর, রাহুল রায়, মধুমিতা দেব, এআইএমএসএস এর পক্ষে দুলালী গাঙ্গুলি, এআইডিওয়াইও’র পক্ষ থেকে অঞ্জন কুমার চন্দ, এআইডিএসও’র পক্ষ থেকে স্বাগতা ভট্টাচার্য, কমসোমলের পক্ষে অরূপ মালাকার প্রমুখ। কমসোমলের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে গার্ড অফ ওনার প্রদর্শন করা হয়।

শোভাযাত্রা, আলোচনায় জন্মজয়ন্তী পালন নেতাজি চর্চা সমিতির

এছাড়াও এদিন বিকেলে শিলচরের গোপালগঞ্জের হিউম্যানিটি ফাউন্ডেশন এর প্রেক্ষাগৃহে ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা শীৰ্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নেতাজি ফাউন্ডেশন এর কর্ণধার নীহাররঞ্জন পাল।

Author

Spread the News