জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : “সুস্থ শিশুই শক্তিশালী দেশের ভিত্তি”—উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা উল্লেখ করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। বৃহস্পতিবার শিলচরের অভয়াচরণ ভট্টাচার্য নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ন্যাশনাল ডিওয়ার্মিং ডে (এনডিডি)-র সূচনাপর্বে তিনি শিশুদের স্বাস্থ্যকর অভ্যাস, পরিচ্ছন্নতা ও সুষম পুষ্টি সম্পর্কে সচেতনতামূলক শিক্ষা দেওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা শিশুদের সার্বিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ভবিষ্যৎ সুস্থতার জন্য অত্যন্ত জরুরি।
কাছাড় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও বহু শিক্ষার্থী। জেলা আয়ুক্তের প্রেরণাদায়ক বক্তব্য গোটা অনুষ্ঠানের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে এবং পরবর্তী প্রজন্মকে সুস্থ রাখতে এ ধরনের স্বাস্থ্য অভিযানের প্রয়োজনীয়তা তুলে ধরে।
অনুষ্ঠানের শুরুতে এনএইচএম-এর ডিপিএম রাহুল ঘোষ স্বাগত ভাষণে এনডিডি পালনের তাৎপর্য এবং কৃমির সংক্রমণ প্রতিরোধে এর ভূমিকা তুলে ধরেন। পরবর্তীতে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ শিবানন্দ রায় নিয়মিত ডিওয়ার্মিং-এর গুরুত্ব, বিশেষ করে শিশুদের পুষ্টি ও শিক্ষাগত উন্নতির সঙ্গে এর সরাসরি সম্পর্ক বিশদভাবে ব্যাখ্যা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী আয়ুক্ত দীপা দাস, ডাঃ রুমেল তপদার (ইনচার্জ শিলচর আরবান পিএইচসি), উজ্জ্বল দাস (ডিসিএম, এনএইচএম), ডাঃ গুলবাহার রাজ (ডিএমই) নবরুণ চক্রবর্তী (বিআরপি), এবং অমিত নাগ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, এএনএম, আশা ও আঙ্গনওয়াড়ি কর্মীদের সক্রিয় উপস্থিতি কমিউনিটি-নির্ভর প্রচেষ্টার প্রকৃত প্রতিফলন ঘটায়।

অভিযানের প্রতীকী সূচনায় জেলা আয়ুক্ত মৃদুল যাদব সকালে খাবার খেয়ে আসা কয়েকজন শিশুকে আলবেনডাজল ট্যাবলেট প্রদান করেন, যা জেলাজুড়ে এনডিডি ড্রাইভের আনুষ্ঠানিক সূচনাকে চিহ্নিত করে। অনুষ্ঠানের শেষে শিশুস্বাস্থ্য সচেতনতা বিস্তারে এবং কাছাড় জেলার প্রতিটি শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করতে সকল অংশীদারের সম্মিলিত অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করা হয়।


