এনডিএ-র মিটিং ৭ জুন, শপথ ৮ই

৫ জুন : নব নির্বাচিত সাংসদদের নিয়ে এনডিএ-র মিটিং হবে ৭ জুন। সরকার গঠন নিয়ে আলোচনা হবে। তারপরে ৮ জুন শপথ নেবেন প্রধানমন্ত্রী ও যারা আরও মন্ত্রীত্ব পাবেন তাঁরা।

এ দিকে, শর্ত দিলেন নীতীশ কুমার।
জেডিইউ প্রধান নীতীশ কুমার, যিনি লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে কিং মেকার হিসাবে আবির্ভূত হয়েছেন, তিনি সরকার গঠনে সমর্থন দিতে এনডিএ-র সামনে একটি শর্ত রেখেছেন বলে খবর। সূত্রের খবর, বিজেপির কাছে রেল ও অর্থমন্ত্রক চেয়েছেন নীতীশ।

অন্যদিকে, টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থ (রাজ্য) বিভাগগুলির জন্য বলেছেন। ফলে অর্থ নিয়ে ঠোকাঠুকি লাগতে চলেছে বলা চলে।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার। ২০১৪ এবং ২০১৯-এর মতো এ বার আর সংসদের নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। তবে জোট হিসাবে গরিষ্ঠতা রয়েছে এনডিএর। ছবি প্রতীকী।

Author

Spread the News