পরিকল্পিত ভাবে ফাঁসিয়েছেন নজরুল : সামস উদ্দিনের স্ত্রী

বরাক তরঙ্গ, ১৫ জুলাই : উধারবন্দ গোঁসাইপুরের বাসিন্দা নজরুল ইসলামের বাসগৃহে সংগঠিত ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা এবং পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করলেন সামস উদ্দিনের  স্ত্রী ও তার পরিবার পরিজনেরা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সামস উদ্দিনের  ঘটনার পেছনে এক বড় রহস্য লুকিয়ে রয়েছে। পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করে নিরীহ সামসুদ্দিনকে ফাঁসানো হয়েছে বলে নজরুল ইসলামের উপর অভিযোগ করেছেন সামস উদ্দিনের স্ত্রী ও তার পরিবারের পরিজনেরা।  তারা অভিযোগ করে বলেন, নজরুল ইসলাম একজন ভু-মাফিয়া। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় জমির জবরদখল, জালিয়াতি ও আত্মসাতের বিভিন্ন মামলা চলমান অবস্থায় আছে এই মামলা গুলো থেকে রেহাই পাওয়ার জন্য মঙ্গলবার রাত নজরুল ইসলামের বাসগৃহে যে ঘটনা সংঘটিত হয়েছে তা পুরোপুরি পরিকল্পিত ভাবে করা হয়েছে। নিরীহ সামসুদ্দিনকে নেশা খাইয়ে হত্যা করার মিথ্যা অপপ্রচার চালিয়ে তাঁকে ফাঁসানো হয়েছে।

সামাস উদ্দিনের স্ত্রী বলেন, আমাদের জমি সংক্রান্ত বিষয়ে কিছু একটা বিষয়ে আলোচনা করার জন্য আমার স্বামীকে তাদের বাড়িতে যাওয়ার অনুরোধ করেন নজরুল, আমার স্বামী যাওয়ার কিছুক্ষণ পর আমার স্বামীকে তাহাদের একটি রুমের ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে  বেধড়ক মারপিট করেন ও জোর জবরদস্তি করে একটি খালি স্টাম্প ও সাদা কাগজে আমার স্বামীর দস্তখত নিয়ে নেন দুই খাটা জমি হড়প করে নেওয়ার চেষ্টা করেন।
বৃহস্পতিবার তথ্য ও প্রমান সহ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরার পাশাপাশি নজরুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি পাল্টা মামলা দায়ের করে ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রকৃত দোষীকে উপযুক্ত শাস্তি প্রদানের এদিন দাবি জানিয়েছেন সামস উদ্দিনের স্ত্রী সহো তার পরিবারের পরিজনরা।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।

Author

Spread the News