বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিনটি জাতীয় যুব দিবস হিসেবে উদযাপন করল উধারবন্দের জগন্নাথ সিং কলেজ। সোমবার কলেজের সাংস্কৃতিক কোষের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। এরপর কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ড. মিনহাজ উদ্দিন বড়ভূইয়া স্বামী বিবেকানন্দের জীবনের বিভিন্ন বর্ণময় দিকের ওপর আলোকপাত করে যুব সমাজকে স্বামীজির দর্শনকে পাথেয় করে জীবন ও সমাজ গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। ড. বড়ভূইয়া বলেন, আজকের ক্ষয়িষ্ণু সমাজ ব্যবস্থায় সহবস্থান, সহনশীলতা এবং সহিষ্ণুতার মত শাশ্বত শব্দগুলো কালের আবহে যখন প্রশ্ন চিহ্নের মুখে, যুব সমাজকেই তখন দৃঢ়চেতা হয়ে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতি গঠনের কাজে এগিয়ে আসতে হবে আর এর জন্যই স্বামীজী যুবসমাজকে সর্বাগ্রে চরিত্র গঠন আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে ছিলেন।
অনুষ্ঠানের শেষে কলেজের বিভিন্ন সেমিষ্টারের উপস্থিত ছাত্র ছাত্রীদের মধ্যে স্বামী বিবেকানন্দের কর্মজীবন ভিত্তিক একটি ওপেন ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, ছাত্রছাত্রীরাও স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কারের জন্য মনোনীত করা হয়। ক্যুইজ পরিচালনা করেন কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক ড. কৌশিক নাথ। শুরুতে প্রদীপ প্রজ্বলন করে জাতীয় যুব দিবস পালনের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করেন জগন্নাথ সিং কলেজের সাংস্কৃতিক কোষের সমন্বয়ক তথা বাংলা বিভাগের প্রধান ড. বাসবী পাল সেন।



