সোনাইয়ে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন, প্রীতি ফুটবল ম্যাচ
নন্দদুলাল রায় ও বদর উদ্দিন মজুমদারকে সম্মাননা ‘ক্লাব আমরা’-র_____
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : নানা কার্যসুচির মাধ্যমে সোনাই ফুটবল আ্যকাডেমি ও শিলচরের “ক্লাব আমারা”-র যৌথ উদ্যোগে এবং শিলচর নেহরু কেন্দ্র সংগঠনের সহযোগিতায় জাতীয় ক্রীড়া দিবস উদযাপিত হল সোনাইয়ে। মঙ্গলবার সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ প্যাভিলিয়নে প্রথমে দুই ক্রীড়া ব্যক্তিত্ব শিলচর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি তথা টাউন ক্লাবের সচিব নন্দদুলাল রায় ও অবসরপ্রাপ্ত ক্রীড়া আধিকারিক তথা সোনাই ফুটবল আ্যকাডেমির সভাপতি বদর উদ্দিন মজুমদারকে সম্মাননা প্রদান করে “ক্লাব আমরা”।
ক্লাব আমারা-এর পক্ষে উভয়কে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। স্মারক প্রদান করা হয় সোনাই ফুটবল আ্যকাডেমিকেও। পরে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণকারী সবাইকে উত্তরীয় পরিয়ে সম্মান প্রদান করে ক্লাব আমরা। প্রীতি ফুটবল ম্যাচে প্রাক্তন হকি খেলোয়াড় তথা অনুষ্ঠানে সম্মানিত বর্ষীয়ান ক্রীড়া সংগঠক নন্দদুলাল রায় হকি পেনাল্টি কিক করে গোল করেন। ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই আয়োজকদের এহেন আয়োজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন বিশিষ্ট শিক্ষক রমিজ উদ্দিন, প্রাসঙ্গিক বক্তব্য রাখেন নন্দদুলাল রায়, রামকৃষ্ণ নাথ, বদর উদ্দিন সহ আয়োজক উভয় সংগঠনের কর্মকর্তারা।
পরে “ক্লাব আমরা” শিলচর-এর ভেটারেন ফুটবল একাদশ ও সোনাই ভেটারেন ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ শুরু করা হয়। খেলায় ২-২ গোলে ড্র হয়। ম্যাচ পরিচালনা করেন নন্দদুলাল রায়। খেলায় জেলার একসময়ের দিকপাল খেলোয়াড় মিহির রায়, রৌশন আহমেদ, রহিম উদ্দিন, জিলানি হক, বদর উদ্দিন মজুমদার সহ অনেকেই অংশগ্রহণ করেন। এদিন সকালে সোনাই ক্লাব প্যাভিলিয়নে হকির জাদুকর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে মাল্যদান প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জামিল আহমেদ, সুবেদার রঞ্জিত সিংহ প্রমুখ।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।