১৫ জন মহিলা সহ সতেরজনের দল নিয়ে শিলচর থেকে জাতীয় সংহতি সফর আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : ১৫ জন মহিলা সহ সতেরজনের একটি দলের জাতীয় সংহতি সফরের সূচনা করল আসাম রাইফেলস। রবিবার আসাম রাইফেলসের আউটরিচ উদ্যোগের অংশ হিসেবে ও সিভিক অ্যাকশন প্রোগ্রামের অধীনে এই সফরের যাত্রার সূচনা করেন আসাম রাইফেলস কমান্ডেন্ট প্রশান্ত সিং চুন্দাওয়াত, এসসি। এ দিন মণিপুরের জিরিবামের জিমপাল (JIMPAL) সংগঠনের ১৫ জন মহিলা ও ২ জন পুরুষ সদস্যকে নিয়ে কদমতলা, জিরিবাম থেকে জাতীয় সংহতি সফরের সূচনা করা হয়েছে। তাদের কদমতলা, জিরিবামে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই সফরের সূচিতে রয়েছে গুয়াহাটি, কলকাতা, ভুবনেশ্বর, পুরী ও শিলং। সফরকালে তাঁরা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বিভিন্ন স্মৃতিস্তম্ভের পাশাপাশি অন্যান্য পর্যটনস্থল পরিদর্শন করবেন। মূলত ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাস প্রত্যক্ষ করার লক্ষ্যে তাঁরা এই সফরে রওনা হন। সফরের জন্য অংশগ্রহণকারীদের বিশেষভাবে প্রস্তুত ব্লেজার প্রদান করা হয়। সেখানে মতবিনিময় সভা ও গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়।

এ দিকে, অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে শ্রীকোণা ব্যাটালিয়নের আসাম রাইফেলস কমান্ড্যান্টের দ্বারা জাতীয় সংহতি সফরের পতাকা উত্তোলনের মাধ্যমে। অনুষ্ঠানে নিজ নিজ সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণকারীদের এই সফরের অভিজ্ঞতা নিজেদের সমাজের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়, যাতে অঞ্চলে সম্প্রীতি ও সংহতি আরও সুদৃঢ় হয়।  উল্লেখ্য, উত্তর-পূর্ব ভারতের মানুষের মধ্যে জাতীয় সংহতি বৃদ্ধি, দৃষ্টিভঙ্গির সম্প্রসারণ এবং জাতীয় গর্ব জাগ্রত করার লক্ষ্যে আসাম রাইফেলস নিয়মিতভাবে এ ধরনের জাতীয় সংহতি সফরের আয়োজন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *