শিলচর প্রেসক্লাবে ‘ন্যাশনাল প্রেস ডে’ পালন

বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : সাংবাদিকতার পরিসর কয়েক দশকে যেমন বিভিন্ন দিক থেকে প্রসারিত হচ্ছে, তেমনি ভীষণভাবে প্রকট প্রত্যাহ্বানের ক্ষেত্রও। সংবাদপত্র থেকে বৈদ্যুতিন মাধ্যম, এরপর সামাজিক গণমাধ্যম, নানা ভাবে পাল্টে গিয়েছে খবরের আঙ্গিক। সংবাদমাধ্যমকে নিয়ে তাই আজ নতুন করে ভাবতে হচ্ছে। শনিবার ‘ন্যাশনাল প্রেস ডে’ উপলক্ষে শিলচর প্রেস ক্লাব আয়োজিত আলোচনাসভায় এই অভিমত ব্যক্ত করা হয়েছে। আলোচনার বিষয় ছিল “এই সময়ে সংবাদমাধ্যম ও গণতান্ত্রিক মূল্যবোধের দিশা।” অনুষ্ঠানে সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জোরালো দাবি উত্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি- সাংবাদিক অতীন দাশ, আসাম বিশ্ববিদ্যালয় গণজ্ঞাপন বিভাগের প্রধান অধ্যাপক পার্থ সরকার, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, অধ্যাপক সুব্রত দেব, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন শিলচর শাখা-র সচিব শতদল আচার্য, সমাজকর্মী লাইফ লাইন ফাউন্ডেশন সভাপতি সৌমিত্র দত্তরায়, সমাজকর্মী প্রশান্ত ভট্টাচার্য, লেখক দেবলীনা রায়, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, আসাম বিশ্ববিদ্যালয় গণজ্ঞাপন বিভাগের গবেষক স্বপ্নদীপ সেন, প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার, সাংবাদিক, চিত্র পরিচালক বিশ্বজিৎ শীল, চিত্র সাংবাদিক সুদীপ সিং প্রমুখ। সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সহ-সভাপতি বিকাশ চক্রবর্তী।

Author

Spread the News