কৰ্ণাটকে ইন্ডিয়ান ফেডারেশন অব ওয়াৰ্কিং জাৰ্নেলিস্টের জাতীয় বৈঠক

৩ সেপ্টেম্বর : কর্ণাটকের তুমকুর জেলার টিপাত্তুরে সোমবার ইন্ডিয়ান ফেডারেশন অফ ওয়ার্কিং জার্নালিস্টের ৭৮ তম জাতীয় কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা, কর্মজীবী সাংবাদিক আইন বাতিল করে সংশোধন, সারাদেশে সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর করা, কোভিড-১-এর পর রেল বিভাগ কর্তৃক স্থগিত সাংবাদিকদের টিকিটে ৫০ শতাংশ ছাড় পুনঃ বাস্তবায়নের দাবি, টোল গেটে সাংবাদিকদের রেহাই ইত্যাদি বেশকিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। ইন্ডিয়ান ফেডারেশন অফ ওয়ার্কিং জার্নালিস্টের  সভাপতি কে মল্লিকা অর্জুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ফেডারেশনের মহাসচিব পরামান্দ পাণ্ডে বক্তব্যে সরকারকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জানান। সেই সঙ্গে সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে শীঘ্রই দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভের আয়োজন করা হবে বলেও ঘোষণা করেন তিনি। তিনি দেশের সকল সাংবাদিকদের এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান এবং প্রতিবাদ সফল করতে তাদের সহযোগিতা কামনা করেন।

সভায় ইন্ডিয়ান ফেডারেশন অফ ওয়ার্কিং জার্নালিস্টের সহ-সভাপতি তথা অসমের সিনিয়র সাংবাদিক ফনীধর দাস বক্তব্যে সাংবাদিক ও সংবাদকর্মীকে স্বাস্থ্য বিমার মাধ্যমে কভার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি মাজেথিয়া ওয়েস্ট বোর্ডের অনুমোদিত বেতন এবং অন্যান্য সুবিধাগুলি নিশ্চিত করার জন্য সকল সংবাদ প্রতিষ্ঠানের কাছে আহ্বান জানান।

কৰ্ণাটকে ইন্ডিয়ান ফেডারেশন অব ওয়াৰ্কিং জাৰ্নেলিস্টের জাতীয় বৈঠক

জাতীয় সভায় কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা বক্তব্যে সাংবাদিকদের কণ্ঠস্বর বিশুদ্ধ থাকা উচিত এবং মিথ্যা সংবাদের বিরুদ্ধে সারা দেশে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারণ সোশ্যাল মিডিয়ায় অশ্লীল পোস্টগুলি সামাজিক সম্প্রীতিকে ব্যাহত করে এবং বিকৃত করে। টিপাতুরের এসএন কনভেনশন হলে অনুষ্ঠিত এই অধিবেশনে অসমের পক্ষে প্রতিবেদনটি পাঠ করেন আসাম বার্তাজীবী সংঘের সাধারণ সম্পাদক মুকুটরাজ শর্মা। পাশাপাশি অসম বার্তাজীবী সংঘের সভাপতি মধুসূদন মেধি বক্তব্যে অসমের সকল সাংবাদিকদের সমস্যা আলোকপাত করেন।

কৰ্ণাটকে ইন্ডিয়ান ফেডারেশন অব ওয়াৰ্কিং জাৰ্নেলিস্টের জাতীয় বৈঠক

সভায় উপস্থিত ছিলেন জাতীয় সদস্য অভিজিৎ ভট্টাচার্য, ভাস্করজ্যোতি মেধি, অসম বার্তাজীবী সংঘের রাজ্য প্রচার সম্পাদক অখিল কলিতা, রাজ্য কার্যনির্বাহী সোনাধর ডেকা এবং গোয়ালপাড়া জেলা বার্তাজীবী সংঘের সভাপতি সৈয়দ রবিউল হক এবং নগাঁও জেলা  বার্তাজীবী সংঘের জ্যোতিপ্রসাদ বরা।

Author

Spread the News