ক্রীড়া ও সংবাদ জগতের আট জনকে সম্মাননা প্রদান করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : খেলাধুলার পাশাপশি সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে বিশেষ অবদানের জন্য ক্রীড়া ও সংবাদ জগতের আট জনকে সম্মাননা জানালো করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। মঙ্গলবার সন্ধ্যায় করিমগঞ্জ ডিএসএ অভিরুচি ক্রীড়া দিবস পালন করছে। এ উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয় জেলার কয়েকজন সাংবাদিক, প্রাক্তন খেলোয়াড়কে। এতে করিমগঞ্জ প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সতু রায়, সাংবাদিক পেনশন প্রাপ্ত মিহির দেবনাথ, প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক অরূপ রায়, সংবাদিক হিল্লোল দত্ত এবং মাসুম চৌধুরী। ওই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় তিনজন প্রাক্তন খেলোয়াড় যথাক্রমে নিত্য গোপাল দাস, দিপালী দাস এবং রিতা চক্রবর্তী।
সভায় বক্তব্য রাখেন বিমান বিহারী সিনহা, অমলেশ চৌধুরী, মিহির দেবনাথ, অরূপ রায়, জাকির হুসেন প্রমুখ। সবকটি মানপত্র পাঠ করেন সুদীপ চক্রবর্তী। সবাইকে প্রথমে উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। তুলে দেওয়া হয় উপহার সামগ্রী সহ মানপত্র। তুলে দেন বিমান বিহারী সিনহা, আশিস চৌধুরী, অমলেশ চৌধুরী, দীপঙ্কর আদিত্য, মৃনাল কান্তি দাস, আশিস নাগ প্রমুখ। অনুষ্ঠানের শেষে যোগাসনের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।