হাইলাকান্দিতে রাষ্ট্রীয় গণিত দিবস পালন

বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র হাইলাকান্দির উদ্যোগে এবং রোটারি ক্লাব, হাইলাকান্দির সহযোগিতায় লালার জয়মঙ্গল হাইস্কুলে সারাদিন ব্যাপি রাষ্ট্রীয় গণিত দিবস পালিত হয়েছে। আসাম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এবং পরিবেশ পরিষদের সৌজন্যে আয়োজিত এই গণিত দিবস উপলক্ষে বিদ্যালয়ে বিভিন্ন কার্যসূচী রূপায়ণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো স্কুলের বিজ্ঞান ও গণিত শিক্ষক দ্বয় যথাক্রমে মাহমুদুর রাহমান লস্কর এবং শ্রিমতী ববিতা দাসকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের জেলা  সংযোজক লুৎফর রহমান বড়ভূইয়া। তিনি রাষ্ট্রীয় গণিত দিবস পালনের তাৎপর্য ছাত্র ছাত্রীদের সামনে বিষদ ভাবে তুলে ধরেন।

তিনি বক্তব্যে আরও বলেন, শ্রিনিবাস রামানুজন ১৮৮৭ সালের ২২ ডিসেম্বর বর্তমান চেন্নাইতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি গণিতে অসামান্য বাগ্মিতার প্রদর্শন করতে থাকেন। তিনি অংকে এত পারদর্শী ছিলেন যে তৎকালীন সময়ের পৃথিবীর বিখ্যাত অনেক গনিতজ্ঞের সান্নিধ্যে আসেন।তিনি হার্ডি- রামানুজন নম্বর ১৭২৯ আবিষ্কার করেছিলেন। এছাড়া আজকে রিসোর্স পার্সন হিসাবে লুৎফর রহমান অংকের বিভিন্ন ট্রিক ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরেন। তাছাড়াও গণিত দিবস উপলক্ষে বিদ্যালয়ে এক কুইজ প্রতিযোগিতাও আয়োজন করা হয়। এতে প্রথম হয় নবম শ্রেণির জুল্ফা বেগম লস্কর, দ্বিতীয় হয় নবম শ্রেণির তাহেরা বেগম বড়ভূইয়া এবং তৃতীয় হয় অষ্টম শ্রেণির এলিজা খানম। বিজয়ী ছাত্র ছাত্রীদেরকে উপহার এবং সার্টিফিকেট প্রদান করেন উপস্থিত গুণীজনরা।

Author

Spread the News