জাতীয় সমন্বয় ও যুব নেতৃত্ব শিবির

বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : জাতীয় সমন্বয় ও যুব নেতৃত্ব শিবির চলছে আসাম বিশ্ববিদ্যালয়। ২৪ ডিসেম্বর থেকে শুরু, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।  প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে বিজ্ঞান প্রদর্শনী, স্বাস্থ্য মেলা, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ সেশন অন্তর্ভুক্ত রয়েছে।

রবিবার বক্তব্য রাখতে গিয়ে জাতীয় সমন্বয় শিবিরের মুখ্য সাধারণ সম্পাদক নেমাইচন্দ্র প্রামাণিক জানান, এই উদ্যোগটি আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার অনুপ্রেরণায় নেওয়া হয়েছে। তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলের সব রাজ্য থেকে প্রায় ৬০০ জন ছাত্রছাত্রী এই শিবিরে অংশ নিয়েছেন। শিবিরের মূল লক্ষ্য হলো আত্মোন্নয়ন, ব্যক্তিগত বিকাশ এবং যুবসমাজের জন্য কর্মজীবন সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান।

সাধারণ সম্পাদক রীতা পাল বলেন, এই শিবিরের উদ্দেশ্য হলো একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক ভারতের জন্য যুবসমাজকে প্রস্তুত করা। তিনি আরও জানান, অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা ও মতবিনিময়ের জন্য প্রতিরক্ষা বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে একটি স্বাস্থ্য শিবিরও আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *