সহচরীর শেষ দিনের অনুষ্ঠান মাতিয়ে দিলেন নাসিমা-সঙ্গীতা

বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ সোসাইটির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত তিনদিনের অনুষ্ঠানের শেষদিনে মঞ্চ মাতিয়ে দিলেন শিল্পীরা। শেষ দিন সোমবার রাতে উপস্থিত দর্শকদের মাতিয়ে দেন কলকাতার সঙ্গীতশিল্পী নাসিমা খাতুন। নবদ্বীপ পাড়ার সঙ্গীতা কুমারী ও নাসিমা খাতুন একের পর এক কৃষ্ণ নাম গান পরিবেশন করেন। তাঁর সঙ্গীতে আকৃষ্ট শ্রোতারাও কৃষ্ণ নাম নিয়ে মত্ত হয়ে ওঠেন। নাসিমা খাতুন এক সময় মঞ্চে থেকে নেমে উপস্থিত শতশত দর্শকদের ভিড়ে এসে গান পরিবেশন করেন দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হন।

সহচরীর শেষ দিনের অনুষ্ঠান মাতিয়ে দিলেন নাসিমা-সঙ্গীতা

উল্লেখ্য, সমবায় মেলা ও প্রদর্শনী শহরের টাউন কালীবাড়ি সংলগ্ন সহচরীর নিজস্ব মাঠে তিনদিন ব্যাপী সমবায় মেলা ও প্রদর্শনীর সূচনা হয় শনিবার। এদিন ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন সাংসদ কৃপানাথ মালা। সঙ্গে ছিলেন রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান মিশনরঞ্জন দাস, জেলা ক্রীড়া সংস্থার সচিব সুদীপ চক্রবর্তী, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, কো-অপারেটিভের
জোনাল রেজিস্ট্রার মোহন টেরন এবং ডিস্ট্রিক্ট ডেপুটি রেজিস্ট্রার লিপিকা সরকার ছাড়াও বোর্ড অব ডিরেক্টর সতু রায় এবং কো-অপারেটিভ চেয়ারম্যান সুব্রত দেব সহ অন্যরা। মেলায় বিভিন্ন সামগ্রী প্রদর্শনীর পাশাপাশি চলে ঝমঝমাট নৃত্য ও সঙ্গীতের অনুষ্ঠান।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News