মার্কিন প্রেসিডেন্টকে রূপোর তৈরি ট্রেনের ‘অ্যান্টিক’ প্রতিকৃতি উপহার নরেন্দ্র মোদির
২২ সেপ্টেম্বর : বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সৌজন্যে তিনি বরাবরই সকলের থেকে আলাদা। তা সে আন্তরিকতার প্রকাশই হোক বা উপহার দেওয়ার কূটনীতি। সবেতেই নিজেকে স্বতন্ত্র করে তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের আমেরিকা সফরও তাঁর ব্যতিক্রম হয়নি। সস্ত্রীক বাইডেনের সঙ্গে দেখা করেছেন মোদি। আর সেখানেই মার্কিন প্রেসিডেন্টকে রূপোর তৈরি ট্রেনের ‘অ্যান্টিক’ প্রতিকৃতি উপহার দিলেন নরেন্দ্র মোদি। সুন্দর কারুকার্য করা ওই প্রতিকৃতিতে লেখা রয়েছে ‘দিল্লি-ডেলাওয়্যার’। ‘ফার্স্ট লেডি’ জিল বাইডেনকে দিলেন পশমিনা শাল। বাইডেনের হোমটাউন ডেলাওয়্যারের উইলমিংটনে অনুষ্ঠিত কোয়াড সম্মেলন শেষে বাইডেনের সঙ্গে একান্তে দেখা করেন মোদী। সেইসময় তিনি এই উপহার তুলে দেন মার্কিন প্রেসিডেন্টের হাতে।
ট্রেনের এই প্রতিকৃতি তৈরি হয়েছে মহারাষ্ট্রে। ট্রেনটির এক পাশে ইংরেজিতে খোদাই করে লেখা রয়েছে, ‘দিল্লি-ডেলাওয়্যার’, পাশে হিন্দিতেও লেখা রয়েছে। অন্য পাশে ইংরেজিতে লেখা ‘ইন্ডিয়ান রেলওয়েজ’। ‘অ্যান্টিক’ এই প্রতিকৃতিটি তৈরিতে ব্যাবহুত উপাদানের ৯২.৫ শতাংশই হল রুপো। ভারতীয় শিল্প-রীতি মেনে এই ট্রেনের শরীরে খোদাই করা হয়েছে।
আমেরিকার প্রেসিডেন্ট-পত্নী জিল উপহার হিসাবে পেলেন লাদাখের চাঙ্গথাঙ্গি ভেড়ার পশম থেকে তৈরি একটি পশমিনা শাল। কাশ্মীরিদের হাতে তৈরি প্যাপিয়ের বাক্সে ভরা এই শাল এদিন তাঁর হাতে তুলে দেন মোদি। কাগজের মণ্ড সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই ‘প্যাপিয়ের বাক্স’ কাশ্মীরের প্রাচীন সংস্কৃতির চিহ্ন বহন করে। সম্মেলনের শেষে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মোদি লেখেন, ‘আমাদের মধ্যে যথেষ্ট সদর্থক আলোচনা হয়েছে। বৈঠকে আঞ্চলিক এবং বিশ্বের বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয় নিয়ে কথা বলার সুযোগ পেয়েছি।’
খবর : উত্তরবঙ্গ সংবাদ।