২৯৭টি প্রাচীন সামগ্রী ফিরিয়ে দিল আমেরিকা
২২ সেপ্টেম্বর : মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই সফরেই আরও ২৯৭টি প্রাচীন সামগ্রী ফিরিয়ে দিল আমেরিকা। বিভিন্ন সময়ে এগুলি ভারত থেকে চুরি করে সেদেশে পাচার করা হয়েছিল। ২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত পাচার হয়ে যাওয়া ৬৪০টি প্রাচীন সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে। এই পদক্ষেপটি প্রাচীন সামগ্রীর পাচারের রুখতে ভারতের প্রচেষ্টার একটি অংশ।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত উদ্ধার করা প্রাচীন সামগ্রীগুলির মধ্যে ৫৭৮টি ফিরিয়েছে আমেরিকাই। পরিস্থিতির উন্নতি হয়েছে তা বলা যেতে পারে, কারণ ২০০৪ থেকে ২০১৩ সালের মধ্যে মাত্র একটি প্রাচীন সামগ্রীই ফেরত পেয়েছিল ভারত। এর আগে ২০২১ সালে মোদির আমেরিকা সফরের সময় ১৫৭টি প্রাচীন সামগ্রী ফেরানো হয়েছিল। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল দ্বাদশ শতাব্দীর ব্রোঞ্জের একটি নটরাজ মূর্তি। ২০২৩ সালেও মোদি যখন আমেরিকা সফরে গিয়েছিলেন, তখন আরও ১০৫টি সামগ্রী ফেরত দেওয়া হয়েছিল। তবে শুধু আমেরিকাই নয়, ব্রিটেন থেকে ১৬টি এবং অস্ট্রেলিয়া থেকে ৪০টি পাচার হয়ে যাওয়া প্রাচীন সামগ্রী ফিরিয়ে আনা হয়েছে ভারতে।
প্রসঙ্গত, বহু বছর ধরেই ভারত থেকে বিভিন্ন মূল্যবান পুরাতাত্ত্বিক, প্রাচীন মূল্যবান সামগ্রী পাচার হয়েছে বিদেশে। কিন্তু মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সেসব দেশের ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করে। সেই কাজ এখনও চলছে। ২০২৪ সালের জুলাই মাসে নয়াদিল্লিতে ৪৬তম বিশ্ব হেরিটেজ বৈঠকে একটি চুক্তি স্বাক্ষর করে ভারত ও আমেরিকা। এই চুক্তির লক্ষ্য হল, ভবিষ্যতে ভারত থেকে আমেরিকায় প্রাচীন সামগ্রীর পাচার প্রতিরোধ করা।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।