নগাঁও জেলা কংগ্রেস সভাপতি গেরুয়া শিবিরে যোগদান

বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : সদ্য কংগ্রেস থেকে পদত্যাগ করা সুরেশ বরা শনিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার আগে সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সুরেশ বোরা।

সুরেশ বরা ছিলেন নগাঁও জেলা কংগ্রেস সভাপতি। জেলা সভাপতির পদত্যাগ নিয়ে নগাঁও কংগ্রেসে অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটে।

কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলের উপনেতা গৌরব গগৈ এবং প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক রকিবুল হুসেনের ঘনিষ্ঠ সহযোগী সুরেশ বরার পদত্যাগ জেলার রাজনীতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

কংগ্রেস ছেড়ে অসম প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক পরিতোষ রায়ও রয়েছেন। আজ বিজেপি সভাপতি ভবেশ কলিতার উপস্থিতিতে এই দুই নেতা বিজেপিতে যোগ দেন।

কংগ্রেস থেকে পদত্যাগ করেন সুরেশ বরা শুক্রবার দুপুরে সাংসদ বরদলৈ বরার বাড়িতে উপস্থিত হন। তিনি তাঁকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু কোন লাভ হয়নি।

দলীয় কোন্দলের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধারনা।

Author

Spread the News