বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : উত্তরপূর্ব ভারত এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামির -এর ভ্রাতৃ সংগঠন নদওয়া ওয়েলফেয়ার সোসাইটি বরাক উপত্যকা সহ রাজ্যজুড়ে দুঃস্থদের শীতবস্ত্র হিসেবে তিন লক্ষ টাকার কম্বল বিতরণ করার এক মানবিক প্রকল্প হাতে নিয়েছে।শুক্রবার শিলচর বড় মসজিদের বাণিজ্যিক ভবনে জেলা নদওয়া কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণের সূচনা করা হয়।এদিন, নদওয়ার কাছাড় জেলার ২৮টি আঞ্চলিক কমিটির কর্মকর্তাদের হাতে নিজনিজ এলাকার দুঃস্থ ও কিছু নির্বাচিত আবাসিক মাদ্রাসা ছাত্রদের মধ্যে বিতরণের জন্য সমহারে কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমরাতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রাক্তন বিধায়ক মওলানা আতাউর রহমান মাঝারভুইয়া বলেন,ধর্মীয় কাজ করার পাশাপাশি সামাজিক কাজকর্ম করার লক্ষ্য নিয়ে সংগঠনের প্রথম আমিরে শরিয়ত দূরদর্শী চিন্তাধারা নিয়ে বয়তুল মাল তহবিল গঠন করে ব্যতিক্রমী কাজের সূচনা করে গেছেন।সেই কাজকর্মকে আরও এগিয়ে নিয়ে যান দ্বিতীয় আমিরে শরিয়ত আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূইয়া। বর্তমান আমিরে শরিয়তের আমলে নদওয়া ওয়েলফেয়ার সোসাইটি নাম দিয়ে পৃথক আরও একটি সংস্থা গঠন করে সামাজিক কাজকর্ম চালিয়ে যাওয়া হচ্ছে। ইতোমধ্যে সোসাইটি কয়েকটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করে কয়েকহাজার মানুষকে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে। এখন শীতের প্রকোপ বাড়ায় দুঃস্থদের শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে।মওলানা আতাউর এই মানবিক প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে সমাজের আর্থিক সঙ্গতিসম্পন্ন মানুষকে নদওয়া ওয়েলফেয়ার সোসাইটির তহবিলে জাকাত ও সদকার অর্থ দান করার আহ্বান জানান।
এদিনের কম্বল বিতরণী সূচনা অনুষ্ঠানে ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মওলানা হোসেন আহমদ মজুমদার, জেলা নদওয়া সম্পাদক মওলানা নুরুল হক বড়ভূইয়া, কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যাপক ফজলুর রহমান লস্কর, মওলানা মহি উদ্দিন বড়লস্কর, মওলানা জালাল উদ্দিন চৌধুরী, মওলানা আতিকুর রহমান লস্কর, মওলানা আব্দুল ওদুদ লস্কর, হোসেন আহমদ লস্কর ও শিলচর বড় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মিলন উদ্দিন লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।



