বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে রহস্যজনক মৃত্যু যুবকের, মামলা
ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৬ মে : বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু ঘটল যুবকের। নদী থেকে উদ্ধার যুবকের নিথর দেহ। পরিকল্পিত খুনের অভিযোগ এনে তিন জনের বিরুদ্ধে বড়খলা থানায় মামলা দায়ের করেন যুবকের বাবা। শিলচর নতুন কাঞ্চনপুরের বাসিন্দা বিমল দাসের ছেলে উৎপল দাসের মৃতদেহ উদ্ধার হয় রবিবার বড়খলার দূর্গম অঞ্চল দূরবীন টিলায়।
এদিন বড়খলা পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠালেও তখন উৎপলের পরিচয় যায়নি। অবশেষে তার পরিচয় বেরোতেই ঘটনার নেপথ্যের রহস্য বেরিয়েছে সামনে।
সোমবার এই ঘটনা পরিকল্পিত খুনের আখ্যায়িত করে হত যুবকের বিমল দাস বড়খলা তিন জনকে অভিযুক্ত করে জমা করেছেন এক মামলা। অভিযুক্ত সবাই উৎপলের বন্ধু।

বিমলবাবু জানান, রবিবার ছেলের এক বন্ধুর ফোন পেয়ে উৎপল উধারবন্দ রাজবাড়িতে ঘুরতে যাওয়ার কথা বলে সকালে নিজের বাইক নিয়ে বের হয়। এরপর রাত হলেও, বাড়িতে ফেরেনি। এতে উৎপলের মোবাইলে ফোন করে সুইস বন্ধ পান। ফলে ওর বন্ধু প্রীতমের মোবাইলে কল করেন। প্রীতমের মোবাইলও সুইস অফ পান তিনি। এতে তড়িঘড়ি রাতে শিলচর ন্যাশনাল হাইওয়েতে থাকা পুলিশ ওয়াচ পোস্টে নিখোঁজ সংক্রান্ত এক মামলা দায়ের করেন। এরপর তাদের কাছে আসে উৎপলের লাশ উদ্ধারের খবর। বিমলবাবুর অভিযোগ অভিযুক্তদের পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে তার ছেলেকে। তাই বড়খলা থানায় মামলা দায়ের করে তদন্ত ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। তবে কীভাবে উৎপলের মৃত্যু ঘটল তা তদন্তে বেরিয়ে আসবে অনেকেরই বিশ্বাস।
