মোহনখালে হেরোইন ও আগ্নেয়াস্ত্র সহ যুবককে গ্রেফতার

দেবু দাশ, আমড়াঘাট।
বরাক তরঙ্গ, ২৬ মে : নেশাদ্রব্য ও আগ্নেয়াস্ত্র সহ এক উপজাতি যুবককে গ্রেফতার করল কাছাড় পুলিশ। জানা যায়, সোমবার গোপন খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ ও আসাম রাইফেলস জওয়ানদের একটি দল কচুদরম থানা এলাকার সোনাই উজানের স্মিথনগর ফরেস্ট ভিলেজে অভিয়ান চালায়। এতে সন্দেহজনকভাবে তাঁরা দু’টি ব্যাগ থাকা এক উপজাতি যুবককে আটক করেন। শেষে কচুদরম পুলিশ সহযোগে মোহনখাল গ্রামে এনে যুবককে তল্লাশি চালালে তার কাছ থেকে ৫৬টি সাবানের কেস থেকে ৬৮8 গ্রাম সন্দেহজনক হেরোইন ও আমেরিকান তৈরি একটি পিস্তল, দু’টি কার্তুস ও পনেরো রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এদিকে, ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পুলিশসুপার নুমুল মাহাতো ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। পরে কচুদরম পুলিশ যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় ল। গ্রেফতার হওয়া যুুুবকের নাম বাইরেং মার (৩০) বাড়ি লক্ষীপুরে থানা এলাকার দিলখুশ গ্রাণ্টে।

মোহনখালে হেরোইন ও আগ্নেয়াস্ত্র সহ যুবককে গ্রেফতার

Author

Spread the News