বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : রহস্যজনক মৃত্যু ঘটল সোনাইর সৈদপুর পঞ্চম খণ্ডের বাসিন্দা তথা সৈদপুর ৭৮২ নম্বর এলপি স্কুলের প্রধান শিক্ষক রফিক উদ্দিন লস্কর ওরফে মনা মাস্টারের। শুক্রবার রাত নয়টায় শিলচরের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫৪ বছর। রেখে গেছেন, মা-বাবা, স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে সহ আত্মীয়স্বজনদের। ময়নাতদন্তের পর শনিবার বিকেল সাড়ে পাঁচটায় চরকিসাহ মোকাম প্রাঙ্গণে জানাজার নামাজ শেষ করে শিক্ষক রফিক উদ্দিনকে দাফন করা হয়।
এদিকে, শিক্ষক রফিক উদ্দিনের রহস্য মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। রফিকের আত্মীয় ও বাবা-বোন হত্যার অভিযোগ তুলেন। পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে রফিককে হত্যা করেন স্ত্রী এমন গুরুতর অভিযোগ তুলেন।
শনিবার সন্ধ্যায় জানাজার পর বাড়িতে সাংবাদিক ডেকে এই অভিযোগ উত্থাপন করেন বাবা পিয়ার উদ্দিন বড়ভূইয়া সহ অন্যান্যরা। তিনি বলেন, একমাত্র ছেলে রফিক উদ্দিন অসুস্থ বা তাকে নার্সিং হোমে নেওয়া হচ্ছে এ খবর জানেনই না। বুধবার সকালে রফিকের স্ত্রী এক বেসকারি হাসপাতালে ভর্তি করেন। দু’দিন পর শুক্রবারে বিকেলে খবর পেয়ে সেখানে গিয়ে দেখেন আইসিইউতে রয়েছে ছেলে। পুত্রবধু ও নাতির কাছে কোন সঠিক জবাব না পেয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক জানান সে বিষাক্ত কীটনাশক খেয়েছে। কথা শুনে আমরা শুক্রবার রাতে রাঙ্গিরখাড়ি থানায় গিয়ে বিষয়টি মৌখিক ভাবে জানিয়েছেন বলে জানান। পুলিশ আজ বিকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ ময়নাতদন্ত করেছে। তিনি এও জানান পুত্রবধূকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করবেন। রফিকের ছোট বোন রসনা বেগম বড়ভূইয়া, মাসতুতো ভাই রেবুল হোসেন চৌধুরী, কমরুল ইসলাম লস্কর সহ অনেকে।



