ধোয়ারবন্দ অঞ্চলে একাধিক নির্বচনী সভা এসইউসিআইর

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : ধোয়ারবন্দ অঞ্চলে একাধিক নির্বচনী সভা করল এসইউসিআই (কমিউনিস্ট)। দলের শিলচর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রভাসচন্দ্র সরকারের সমর্থনে শনিবার নিউ বাগবাহার, ধোয়ারবন্দ ও ঘনিয়ালায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য ময়ূখ ভট্টাচার্য, দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য অজয় রায়, পরিতোষ ভট্টাচার্য এবং প্রার্থী প্রভাসচন্দ্র সরকার।

অধ্যাপক অজয় রায় বলেন দলের প্রার্থীর সমর্থনে যে সব সভা অনুষ্ঠিত হচ্ছে তাতে জনগণের বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। বিজেপি, কংগ্রেস সহ ভোট সর্বস্ব দলের  নেতারা যে মিথ্যাচার করেন জনগণ তা ধীরে ধীরে বুঝতে পারছেন। তিনি বলেন বিজেপি সরকার শিলচর শহরের জনগণকে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল। বিগত কংগ্রেস সরকারের আমলে শিলচর শহরের জনগণ যে ভাবে জমা জল সমস্যায় জর্জরিত হয়েছেন বর্তমানেও সেভাবে ভুগছেন। শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী অসমের কেবিনেট মন্ত্রীর দায়িত্ব দীর্ঘ আটবছর ধরে পালন করলেও এবিষয়ে মুখ খুলতে দেখা যায়নি। চরম ব্যর্থ এই প্রার্থী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে এখন ভোট চাইছেন। বিগত লোকসভা নির্বাচনেও জনগণের কাছে তদানীন্তন বিজেপি দলের প্রার্থী রাজদীপ রায় নরেন্দ্র মোদির নামে ভোট চেয়েছিলেন কিন্তু তার কার্যকালে তার নিজস্ব নার্সিংহোম তৈরি করা ছাড়া কিছু করেননি। তিনি শিলচর লোকসভা কেন্দ্রের ভোটদাতা জনসাধারণকে লড়াকু প্রার্থী প্রভাসচন্দ্র সরকারকে নির্বাচীত করার আহ্বান জানান।

এ দিকে, ধোয়ারবন্দের সভায় ময়ূখ ভট্টাচার্য বলেন, ব্যর্থমন্ত্রী ধোয়ারবন্দে হাসপাতাল তৈরির গণদাবি পূরণ করতে পারেননি। তিনি কোন মুখে ভোট চাইছেন। কংগ্রেস ও বিজেপি দলের প্রার্থীদের জনগণ অতীতে বারবার নির্বাচিত করলেও জনজীবনের সমস্যা সমাধানে তারা ব্যর্থ। তিনি বলেন, একমাত্র গণ আন্দোলনের পথে দাবি আদায় করা যায়। তিনি গণ আন্দোলনের পরিক্ষিত সৈনিক হিসেবে প্রভাসচন্দ্র সরকারকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান।

Author

Spread the News