ভাগায় সেতুর কাজ পরিদর্শন সাংসদ ও বিধায়কের
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : ভাগা শেরখান সড়কের রুকনি নদীর উপর নির্মীয়মান সেতুর কাজ পরিদর্শন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক নীহাররঞ্জন দাস। মঙ্গলবার রাত প্রায় আটটা নাগাদ পূর্ত বিভাগের ধলাই সোনাই ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সাকিল আহমেদ লস্করকে সঙ্গে নিয়ে সেতুটির কাজ তদারকি করেন পরিমল শুক্লবৈদ্য ও নীহাররঞ্জন দাস। তবে এনিয়ে তাদের বক্তব্য পাওয়া না গেলেও ওই সেতুর নির্মাণ কাজে অনিয়ম হচ্ছে বলে অভিযোগ উঠায় সাংসদ ও বিধায়ক নারাজ রয়েছেন বলে সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ধলাই বিধানসভার ভাগাবাজারে রুকনি নদীর উপর নির্মিত সেতুর কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। বিভাগীয় নিয়মনীতিকে লঙ্ঘন করে
ভাগা-শেরখান সড়কের রুকনি নদীর উপর সেতু নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ রয়েছে। নির্মাণ কাজে জনগণকে অন্ধকারে রেখে তথ্য ফলক না লাগিয়ে কাজ করছেন ঠিকাদার। কোন প্রকল্পের আওতায় কাজ হচ্ছে, বরাদ্দ অর্থের পরিমাণ কত এবং কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার কে রয়েছেন তা তথ্য ফলক না থাকায় সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন জনগণ। নির্মাণ কাজে পুরাতন লোহা ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ জনগণের।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর রাত ৮ টা নাগাদ অতিরিক্ত বার বহন করতে না পেরে ভেঙে পড়েছিল ভাগা-শেরখান সড়কের রুকনী নদীর উপর নির্মিত পাকা সেতুটি। সেই থেকে চরম দুর্ভোগ নদী ওপারের অসমের তিনটি গ্রাম পঞ্চায়েতের অর্ধ লক্ষাধিক মানুষ সহ মিজোরামের এক বৃহৎ অংশের মানুষ।

