ধলাইয়ে চারটি রাস্তার শিলান্যাস করলেন সাংসদ ও বিধায়ক

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : ধলাইয়ে চারটি গ্রামীন সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক নীহাররঞ্জন দাস। মঙ্গলবার উত্তর নরসিংহপুর জিপির জসুময় নাথের বাড়ি থেকে আনাদি লিংঙ্গাশ্রম পর্যন্ত অর্ধেক কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য এসওপিডি-জি প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে মোট ১০.৮৫ লাখ টাকা মঞ্জুরিকৃত কাজের শিলান্যাস করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক নীহাররঞ্জন দাস। এরপর একই প্রকল্পের আওতায় বম্বুটিলা থেকে বারোমনি শিববাড়ি হয়ে সুবির নাথের বাড়ি পর্যন্ত অর্ধেক কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য ১০.৮৫ লাখ টাকা মঞ্জুরিকৃত কাজের শিলান্যাস করা হয়।

শেওরারতল জিপি আরাধনপুর গ্রামীন সড়ক থেকে ভাগা শেরখান সড়ক পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য বরাদ্দকৃত ৪৩.৩৭ লাখ টাকার নির্মাণ কাজের শিলান্যাস করা হয়। সবশেষে শেওরারতল জিপি শেওরারতল পূর্ত গ্রামীন সড়ক থেকে তিনঘরি গ্ৰামীন সড়ক পর্যন্ত এক কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করা হয়। এতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২১.৬৮৯ টাকা।
ধলাই পিডব্লিউডি ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সাকিল আহমেদ লস্কর, এসডিও ঋতুরাজ দাসকে সঙ্গে নিয়ে একে একে চারটি রাস্তার নির্মাণ কাজের সূচনা করা হয় এবং চারটি স্থানে পৃথক সভা অনুষ্ঠিত হয়।

ধলাইয়ে চারটি রাস্তার শিলান্যাস করলেন সাংসদ ও বিধায়ক

সভাগুলিতে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন বিজেপির নেতৃত্বে ডবল ইঞ্জিনের সরকার না হলে ভারতবর্ষের মানুষ কোন দিন উন্নত যোগাযোগ ব্যবস্থা পেতেন না। লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটছে প্রয়াগরাজ মহাকুম্ভে। যাতায়াতের সুবিধা করছে বিজেপি সরকার কিন্তু তাহা কংগ্রেস ক্ষমতায় থাকলে তিনশো বছরেও সম্ভব ছিল না। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরেন তিনি। ধলাইয়ের বিধায়ক নীহাররঞ্জন দাস তার বক্তব্যে বলেন বিজেপি কার্যকর্তা হিসাবে গর্ভ করছি যে প্রত্যন্ত অঞ্চলেও রাস্তা নির্মাণ হয়েছে এমনকি জঙ্গি প্রদান এলাকা চেকারচামেও রাস্তা নির্মাণ হয়েছে আর এর অবদান পরিমল শুক্লবৈদ্য।‌ বাকি থাকা রাস্তা গুলি শীঘ্রই নির্মাণের ব্যবস্থা করব বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া রাস্তার কাজের গুণগত মান বজায় রাখার জন্য বিভাগীয় আধিকারিক ও কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদারদের আহ্বান জানান তিনি। সভাগুলিতে উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ধলাই পিডব্লিউডি ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সাকিল আহমেদ লস্কর। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্কচন্দ্র পাল, জেলা বিজেপির সদস্য ভূষণ পাল, ধলাই নরসিংহপুর মণ্ডল সাধারণ সম্পাদক পৃথিসচন্দ্র দাস, শক্তিকেন্দ্র ইনচার্জ ভিবাস আচার্য, কৃষ্ণ চন্দ্র সিংহ, দীলিপ রায়, কুটন দে, অঞ্জন মালাকার প্রমুখ।

ধলাইয়ে চারটি রাস্তার শিলান্যাস করলেন সাংসদ ও বিধায়ক
ধলাইয়ে চারটি রাস্তার শিলান্যাস করলেন সাংসদ ও বিধায়ক

Author

Spread the News