মালুগ্ৰাম গার্লস হাইস্কুলের পরিকাঠামো উন্নয়নে সরকার পক্ষ থেকে সহায়তার আশ্বাস সাংসদ পরিমলের

স্বাধীনতা দিবস উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ____

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : মালুগ্ৰাম গার্লস হাইস্কুলের পরিকাঠামো উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। শনিবার স্কুলের স্বাধীনতা দিবস উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই আশ্বাস দেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার বিজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা সভা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি বক্তৃতায় বলেন, সরকারের পক্ষ থেকে স্কুলের পরিকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। তিনি আরও আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতার মতো ইতিবাচক সাংস্কৃতিক উদ্যোগ তরুণ প্রজন্মের মনের মধ্যে জাতীয় চেতনা ও দায়িত্ববোধকে আরও গভীর করবে।

স্কুলের প্রধান শিক্ষিকা রূপা পাল অতিথিদের উত্তরীয় পরিয়ে ও হাতে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি তুলে দিয়ে সম্মান জানান। পরে তিনি স্বাগত বক্তব্যে স্কুলের পরিকাঠামোগত কিছু সমস্যা তুলে ধরে সাংসদের দৃষ্টি আকর্ষণ করেন। সভাপতির বক্তব্যে ডাঃ প্রবাল পাল চৌধুরী বলেন, বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রমাণ করেছে যে, এই এলাকার শিক্ষার্থীদের মধ্যে শিল্পচর্চা ও দেশপ্রেমের গভীর আগ্রহ বিদ্যমান।

সমাজকর্মী কিষাণ দাস বলেন, স্বাধীনতার ৭৯তম বর্ষ উপলক্ষে আয়োজিত এই জাতীয় পতাকা অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে সচেতন করেছে। তিনি জানিয়েছেন, এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তরুণ সমাজে দেশপ্রেম ও ঐক্যের স্পৃহা জাগিয়ে তোলে। তিনি স্মরণে প্রয়াত বাবার নামে প্রথম পুরস্কার প্রদান করেন। বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মিলন উদ্দিন লস্কর, বিজেপি নেতা বাসুদেব শর্মা ও সমাজকর্মী মনোজ দেব। বক্তব্য শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে ট্রফি ও শংসাপত্র তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে ছাত্রীরা ধামাইল ও অসমিয়া নৃত্য পরিবেশন করে উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষিক-শিক্ষিকাদের মুগ্ধ করে তোলে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির বর্ণাঢ্য পরিসমাপ্তি ঘটে।

উল্লেখ্য, স্বাধীনতা দিবস উপলক্ষে মালুগ্ৰাম গার্লস হাইস্কুলের পরিচালন কমিটির উদ্যোগে গত ২৪ আগস্ট এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বৃহত্তর মালুগ্ৰাম অঞ্চলের বিভিন্ন স্কুল থেকে প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী বিভিন্ন বয়স বিভাগে অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি চারটি বিভাগে অনুষ্ঠিত হয় এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ পরিচালন কমিটির সদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে অনুষ্ঠানটি সম্পন্ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *