প্রধানশিক্ষক অনুপ নুনিয়ার অকাল প্রয়াণ, শোক

বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : নরসিংহপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত সপ্তগ্রাম সমল কেন্দ্রের ১৫০১ নম্বর কমরুল ইসলাম এলপি স্কুলের প্রধানশিক্ষক অনুপ নুনিয়ার আকস্মিক মৃত্যুতে শিক্ষাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহপাঠী, সহকর্মী শিক্ষক, শিক্ষাকর্মী এবং স্থানীয় জনগণের পাশাপাশি তাঁর অসংখ্য ছাত্রছাত্রী শোকাহত। রবিবার বিকেল ৪টায় প্রয়াত হন তিনি। তিনি সফট টিস্যু টিউমার রোগে আক্রান্ত হয়ে ভোগছিলেন। ৭/৮ মাস ধরে তিনি চলাফেরা করতে অক্ষম হন। অনুপ নুনিয়া ধলাইর রুকনি চা-বাগানের বাসিন্দা তথা পালংঘাট এমভি স্কুলের হিন্দি বিভাগের শিক্ষক প্রদীপ কুমার নুনিয়ার প্রথম ছেলে। বয়স হয়েছিল ৪১ বছর।

তিনি ছিলেন অত্যন্ত সহায়ক, কোমল হৃদয়ের ও বন্ধুবৎসল একজন মানুষ। তাঁর হঠাৎ চলে যাওয়া তাঁদের কাছে ব্যক্তিগত ক্ষতির সমান। অনুপ নুনিয়া রেখে গেছেন স্ত্রী ও এক ছেলে সহ মা,বাবা, এক ভাই সহ তিন বোন। তার প্রয়াণে গভীর শোক ব্যাক্ত করেছেন সহপাঠী গৌরাঙ্গ প্রসাদ গোয়ালা, মাসুম লস্কর, অনুপ কংস বনিক, মিটু চন্দ, পারমিতা, জাবির হোসেন লস্কর, সাবির আহমদ মজুমদার, আফসানা আমিন সুমা, পল্লব নাথ সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *