কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে শোকসভা জগন্নাথ সিং কলেজে

বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ ও বিজেপি দলের বর্ষীয়ান নেতা কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে উধারবন্দ জগন্নাথ সিং কলেজে শুক্রবার এক শোকসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীবৃন্দ। প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের বর্ণময় রাজনৈতিক জীবনের নানান দিক এবং বরাক উপত্যকার সার্বিক উন্নয়নে তাঁর অবদান নিয়ে বিশদ বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. এস সমরেন্দ্র সিংহ। এই বর্ষিয়ান নেতার প্রয়াণে বরাক উপত্যকার রাজনৈতিক মহলে এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে তিনি মত ব্যক্ত করেন।

এদিনের শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. বাসবি পাল, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মিনহাজ উদ্দিন বড়ভূইয়া, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. কৌশিক নাথ এবং হিন্দি বিভাগের সহকারী অধ্যাপক ড. দিলীপ কুমার ঠাকুর। শোকসভার শেষে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *