কাছাড়ে ২ বছরের জন্য ৮৯৪ টি স্কুলে শৌচাগার রক্ষণাবেক্ষণের মউ স্বাক্ষরিত

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : স্বচ্ছ ভারত মিশনের অধীনে স্কুলগুলিতে স্যানিটেশন কভারেজকে ত্বরান্বিত করতে, গত ২৪ আগস্ট তারিখে জেলা কমিশনার রোহনকুমার ঝা, আইএএস এবং শিলং এর জেনারেল ম্যানেজার থানভির মান্দায়াপুরথের এবং ডেপুটি জেনারেল ম্যানেজার সুপ্রিয় পালের মধ্যে দুই বছরের জন্য স্কুলগুলিতে শৌচাগার রক্ষণাবেক্ষণের বিষয়ে মউ স্বাক্ষরিত হয়।

সিএসআর প্রকল্পের অধীনে পাওয়ারগ্রিড দ্বারা স্বচ্ছ বিদ্যালয় অভিযানের অন্তর্গত ৪.০৭৫ কোটি টাকা ব্যয়র কাছাড় জেলার ৮৯৪ টি স্কুলে মেরামত ও নির্মাণ করা হয়েছে। এর প্রকল্প সমন্বয়কারী হিসেবে কাছাড়ের শিক্ষা বিভাগের অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন কাজে নিয়োজিত।
প্রতিবেদন : জনসংযোগ, শিলচর।

Author

Spread the News