নেতাজি ছাত্র যুব সংস্থার রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে মাদারস স্পোর্টস মিট

বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : নেতাজি ছাত্র যুব সংস্থার রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে রবিবার সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত শিলচর ক্রীড়া সংস্থার ময়দানে আয়োজিত মাদারস স্পোর্টস মিট প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বয়সী শতাধিক মায়েরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন মিউজিক্যাল চেয়ার, ১০০ মিটার দৌড়, টার্গেট শ্যুট (গোল করা), এক মিনিটে বেলুন ফোলানো এবং দড়ি টানাটানি এই পাঁচটি প্রতিযোগিতায় । ৪৫ বছরের ওপর এবং ৪৫ বছরের নিচে—এই দুই বিভাগে বিভক্ত করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রাক্তন সভাপতি দেবাশিস সোমের উদ্যোগে আয়োজিত এই ক্রীড়া উৎসব পরিচালনায় ছিলেন বিশিষ্ট কোচ আশুতোষ রায় ও শ্যামল দাস। এছাড়াও  সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন নেতাজি ছাত্র যুব সংস্থার কেন্দ্রীয় কমিটির সভানেত্রী মহুয়া ভৌমিক, প্রাক্তন সভাপতি দেবাশীষ সোম, সাধারণ সম্পাদক দিলু দাস, সহ-সভাপতি রাজদীপ দেবরায় ও ননী গোপাল দেব, অর্থ সচিব কৃষাণু ভট্টাচার্য, শুভ্র রাউথ দত্ত, সুপর্ণা দত্ত চৌধুরী, সন্ধ্যা চক্রবর্তী, সুতপা কর, অনামিকা পাল সহ অন্যান্য কর্মী-সদস্যরা। এছাড়াও বিশিষ্ট সংগীত শিল্পী তেহারা বেগম, মুনমুন সাহা, শিল্পী দে পাপরি কর্মকর্তা সহ বিভিন্ন পেশার বিশিষ্ট জনেরা

দিনভর হাসি-আনন্দে ভরপুর এই মিলনমেলায় প্রতিটি খেলায় প্রতিযোগীদের অসাধারণ উৎসাহ চোখে পড়ার মতো ছিল।

বিভিন্ন বিভাগের বিজয়ীদের ফলাফল :
এক মিনিটে বেলুন ফোলানো
৪৫ বছরের ওপরের গ্রুপে
প্রথম : রিতা পাল
দ্বিতীয় : মহামায়া পাল
তৃতীয় : খেলা রানী দেব, শিল্পী দে

৪৫ বছরের নিচের গ্রুপে
প্রথম : রাজশ্রী সিনহা, মৌঝুরী পাল
দ্বিতীয় : ঝর্ণা নাথ, পারমিতা ভট্টাচার্য

টার্গেটে গোল করা
৪৫ বছরের ওপরের গ্রুপে
প্রথম : সন্ধ্যা চক্রবর্তী
দ্বিতীয় : খেলা রানী দেব
তৃতীয় : মহামায়া পাল, রিতা পাল, রাধারানী নাথ

৪৫ বছরের নিচের গ্রুপে
প্রথম : ঝর্ণা নাথ
দ্বিতীয় : সরস্বতী মণ্ডল
তৃতীয় : মৌঝুরী পাল

মিউজিক্যাল চেয়ার :
৪৫ বছরের ওপরের গ্রুপে
প্রথম : ছবি দেব
দ্বিতীয় : সুতপা কর
তৃতীয় : তাহেরা বেগম লস্কর

৪৫ বছরের নিচের গ্রুপে
প্রথম : পারমিতা ভট্টাচার্য
দ্বিতীয় : রাজশ্রী সিনহা
তৃতীয় : অনুপমা ঘোষ

১০০ মিটার দৌড়
৪৫ বছরের ওপরের গ্রুপে
প্রথম : অনামিকা পাল
দ্বিতীয় : রিতা পাল
তৃতীয় : খেলারানি দেব, রাধারানি নাথ

৪৫ বছরের নিচের গ্রুপে
প্রথম : রাজশ্রী সিনহা
দ্বিতীয় : অনুপমা ঘোষ
তৃতীয় : তনুশ্রী চক্রবর্তী

দড়ি টানাটানি
৪৫ বছরের ওপরের গ্রুপ – বিজয়ী দল
শিল্পী দে, ছবি দেব, তাহেরা বেগম লস্কর,
পাপলি কর্মকার, রাধারানী নাথ, সুক্রিয়া দাস, সুতপা কর

৪৫ বছরের নিচের গ্রুপ – বিজয়ী দল
পারমিতা ভট্টাচার্য, মঞ্জুলা দাস, মৌ দাস,
পিঙ্কি দাস শুক্লবৈদ্য, পম্পী দাস, মুনমুন পাল, সুতপারানি চক্রবর্তী

নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষে মাতৃশক্তিকে উৎসাহিত করা এবং সমাজে স্বাস্থ্য-সচেতনতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই বিশেষ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত প্রতিযোগিতায় সক্রীয় ভাবে অংশগ্রহণ করার জন্য বিশেষ পুরস্কার লাভ করেন মুনমুন সাহা ও মানসী পাল পুরকায়স্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *