চার বছরের পুত্রসন্তানকে খুন মায়ের, গ্রেফতার

১০ জানুয়ারি : চার বছরের ছোট্ট ছেলেকে খুন করতে বালিশ অথবা তোয়ালে ব্যবহার করেছিল সূচনা শেঠ। ছেলেকে শ্বাসরোধের পর খুন করতে বালিশ অথবা তোয়ালে ব্যবহার করে বেঙ্গালুরুর স্টার্টআপ কোম্পানির সিইও। এমনই জানালেন চিকিত্‍সক। ইন্ডিয়া টুডের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে।

সোমবার রাতে কর্ণাটকের চিত্রদুর্গ থেকে গ্রেফতার করা হয় সূচনা শেঠকে। সূচনাকে গ্রেফতারির পর তার কাছে যে ব্যাগ ছিল, সেখান থেকে উদ্ধার করা হয় বছর চারের ছেলের মৃতদেহ। চিতত্রদুর্গে সূচনাকে গ্রেফতারির পর তাকে গোয়ায় নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত গোয়ার একটি হোটেলে ছেলেকে খুন করে সূচনা। এরপর হোটেলের কর্মীদের গাড়ি ডেকে দিতে বলে। গোয়া থেকে এরপর সেই গাড়ি নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেয় বছর ৩৮-এর ওই মহিলা।

সূচনা হোটেলের ঘর ছাড়লে, সেখান রক্তের দাগ দেখতে পান কর্মীরা। এরপর তাঁরা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সূচনার গাড়ি চালকের সঙ্গে যোগাযোগ করে। এরপর গাড়ি চালকের লোকেশন ট্র্যাক করে সূচনাকে চিত্রদুর্গ থেকে গ্রেফতার করে গোয়া পুলিশ। যে খবর প্রকাশ্যে আসতেই শিউরে উঠতে শুরু করেছে গোটা দেশ।

Author

Spread the News