ওয়ার্ল্ড ওরফান ডে-তে বস্ত্র বণ্টন মর্নিং টাইড চ্যারিটেবল এডুকেশনাল ট্রাস্টের

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : ওয়ার্ল্ড ওরফান ডে উপলক্ষে ১৪ জন ওরফান ছাত্রকে বস্ত্র দান করল মর্নিং টাইড চ্যারিটেবল এডুকেশনাল ট্রাস্ট। সোমবার ট্রাস্টের পরিচালিত মরকজ পাবলিক স্কুল ওরফান কেয়ার সেন্টারের উদ্যোগে হজরত পীর চরকিশাহ বাবা প্রাইভেট মাদ্রাসার ১৪ জন ওরফান ছাত্রকে পাঞ্জাবি ও পায়জামার প্রদান করা হয়। এ দিন মরকজ পাবলিক স্কুল ওরফান কেয়ার সেন্টারের এক প্রতিনিধি দল বস্ত্র নিয়ে মাদ্রাসায় পৌঁছেন। মাদ্রাসায় আনুষ্ঠানিক ভাবে স্কুল কর্তৃপক্ষের হাতে বস্ত্র গুলো তুলে দেন।

অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে উপস্থিত থাকেন উপাধ্যক্ষ এসইউ লস্কর, শিক্ষক মওলানা তাজুল ইসলাম, মওলানা মুকতিসুর বড়ভূইয়া, এএইচ লস্কর, আইএইচ বড়ভূইয়া, ইবাদুর রহমান লস্কর, আনোয়ার হোসেন।

ওয়ার্ল্ড ওরফান ডে-তে বস্ত্র বণ্টন মর্নিং টাইড চ্যারিটেবল এডুকেশনাল ট্রাস্টের

মরকজ পাবলিক স্কুলের প্রতিনিধি দলে ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মজিবুর রহমান চৌধুরী, সম্পাদক মহিবুর রহমান তালুকদার, অধ্যক্ষ সফিক উদ্দিন, সিপন মজুমদার, শাহিদ লস্কর সহ স্কুলের ছাত্ররা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্পাদক মজিবুর রহমান তালুকদার সহ অন্যান্যরা। তিনি বলেন, কোন মেধাবী পড়ুয়া ওই হিসেবে পড়লে তার পড়াশোনার খরচ বহন করতে প্রস্তুত রয়েছে সেন্টার।

Author

Spread the News