রোসকান্দি চা-বাগানে মর্নিং ক্লাবের স্বাস্থ্য শিবির

বরাক তরঙ্গ, ২১ জুলাই : রোসকান্দি চা-বাগানে মর্নিং ক্লাবের ‌ব্যপস্থাপনায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়। রবিবার রোসকান্দি চা-বাগানের অধীনে থাকা হাসপাতালে মর্নিং ক্লাবের বিশেষ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০ টা থেকে ‌দুপুর ২ টা অবধি চা-বাগানের বসবাসকারী প্রায় চারশো জন বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলাদের বিভিন্ন রোগের পরীক্ষা সহ‌ ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শ্রীময়ী শিকদার, ডাঃ সারমিন আক্তার সদিয়ল, দন্ত চিকিৎসক পূরবী চৌধুরী এবং ফার্মাসিস্ট তপনকুমার দাস প্রমুখ।

সভাপতি রাজকুমার পাল বলেন,১৯৯২ সাল থেকে ক্রিয়া থেকে শুরু করে সামাজিক কাজও করে আসছেন মর্নিং ক্লাবের সদস্যরা। এইভাবে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে প্রত্যেক দুই-তিনটি করে থাকেন বলে করে থাকেন। এদিনের বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন ও রোসকান্দি চা-বাগানের ম্যানেজার    ঈশ্বরভাই উবাদিয়া, সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ গ্ৰিণ হিলস্ বেসরকারি নার্সিংহোমের কর্ণাধার রুদ্র নারায়ন গুপ্ত ও তাঁর সহধর্মিনী ডাঃ তনুশ্রী গুপ্ত দের আন্তরিক ধন্যবাদ জানান।

রোসকান্দি চা-বাগানে মর্নিং ক্লাবের স্বাস্থ্য শিবির

সহ-সভাপতি সুজন দত্ত ও ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বাবুল হোড় উভয়েই নিজ-নিজ বক্তব্যে বলেন, ২১ জুলাই  মহাপবিত্র গুরু পূর্ণিমার দিন, আজকের এই মহাপবিত্র দিনেই মর্নিং ক্লাবের ব্যবস্থাপনায় রোজকান্দি চা-বাগানের অধীনে থাকা চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে এইভাবে চিকিৎসাসেবা সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করাটা হলো পুন্যের কাজ ও এই চিকিৎসাসেবার সাথে যুক্ত প্রত্যেক চিকিৎসক তথা মর্নিং ক্লাবের প্রত্যেক সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।

রোসকান্দি চা-বাগানে মর্নিং ক্লাবের স্বাস্থ্য শিবির

অন্যদিকে, মর্নিং ক্লাবের মেডিক্যাল চেয়ারম্যান পার্থ সারথি রায় তাঁর প্রয়াত মা-বাবার স্মৃতিতে সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের রক্ত পরীক্ষার ব্যবস্থা করে দেন এবং সহযোগিতায় ছিলেন রোসকান্দি চা-বাগানের ১০ জন চিকিৎসা কর্মী।

এদিন ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিকাশ দাশগুপ্ত, প্রদীপ দাস, দিলীপ চক্রবর্তী, জয়ন্ত দাস, মিহির পাল, কান্ত পাল, প্রদ্যুৎ দাস, তপু রায়, জ্যোতির্ময় চৌধুরী, কৃষ্ণপদ দত্ত, নীলাঞ্জন গুপ্ত, সুদীপ ধর সহ অন্যান্যরা।

Author

Spread the News