শিলচর ভোলাগিরি আশ্রমে গুরু পূর্ণিমা উৎসব

বরাক তরঙ্গ, ২১ জুলাই : শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত শ্রীশ্রী ভোলাগিরি আশ্রমে গুরু পূর্ণিমা সাড়ম্ভড়ে পালন করা হয়। রবিবার ভোরে মঙ্গলরাতি, নিত্য পূজা, আরতি, স্তোত্র পাঠ‌, ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ সহ অন্যান্য সনাতন ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে গুরু পূর্ণিমা উৎসব পালন করা হয়। এদিন গুরু পূর্ণিমা উৎসব সম্পর্কে শিলচর ভোলাগিরি আশ্রমের কর্মাধ্যক্ষ  স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ জানান, হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। আমাদের সংস্কৃতিতে গুরুর স্থান সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ। এই দিনটি হলো ব্যাসের জ্ঞান এবং আধ্যাত্মিক ও সাহিত্য জ্ঞানে তাঁর অবদানকে সম্মান করার একটি দিন। গুরু হল সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। সনাতন ধর্মে, গুরুকে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের রূপ হিসাবে বিবেচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, গুরু পূর্ণিমা হল এমন একটি দিন যখন সমগ্র মহাবিশ্ব অসাধারণভাবে শক্তিশালী ইতিবাচক শক্তি নির্গত করে যা একজন আধ্যাত্মিক অন্বেষককে তার অগ্রগতি ত্বরান্বিত করতে সাহায্য করে। তবে এই উৎসব শুধুমাত্র তাদের মধ্যেই সীমাবদ্ধ নয় যারা আধ্যাত্মিক পথে সম্পূর্ণভাবে নিবেদিত বরং তাদের জন্যও যারা বৈষয়িক বাধ্যবাধকতা বা আকাঙ্ক্ষায় জর্জরিত এবং তাদের সমগ্র জীবনকে চূড়ান্ত লক্ষ্যে উৎসর্গ না করে আধ্যাত্মিক ফ্রন্টে উল্লেখযোগ্য অগ্রগতি করতে চান। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক ভোলানাথ চৌধুরী, কোষাধ্যক্ষ সৌমেন দত্ত চৌধুরী, সৌমিত্র দত্ত রায় (বাপ্পী), সুশান্ত সেন, উত্তম কুমার দেব, বাপ্পা দত্ত, ইন্দ্রাণী সেন, বেদব্রতি দে, বিপ্রজিৎ দত্ত, শাশ্বতী দত্ত প্রমুখ।

Author

Spread the News